অনলাইন ডেস্ক
বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।
বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৬ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৬ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৬ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৬ ঘণ্টা আগে