বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।
বয়স তাঁর কাছে নেহাতই অঙ্কমাত্র। ৮২ বছর বয়সেও এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বলিউডে নবাগত প্রজন্মের কাছে এক আদর্শ, অনুপ্রেরণার আরেক নাম অমিতাভ বচ্চন। কিন্তু এই মেগাস্টারের এক্স হ্যান্ডলে (টুইটার) করা এক পোস্টে দেখে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তদের। অভিনয় থেকে সরে যেতে চাইছেন অমিতাভ বচ্চন?
গতকাল শনিবার অমিতাভ তাঁর পোস্টে শুধু তিনটি শব্দ লিখেছেন, ‘টাইম টু গো...’। আর তাতেই মন্তব্যের ঘরে ঝড় শুরু। হবেই-বা না কেন, ওই পোস্টের অর্থ তো দাঁড়ায়, ‘বিদায় নেওয়ার সময় এসেছে’। তাহলে কি অভিনয় থেকে বিদায় নিতে চাইছেন অমিতাভ বচ্চন? এ নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও প্রশ্ন, ‘কী হয়েছে স্যার?’ কেউ লিখেছেন, ‘এত তাড়াহুড়োর কী আছে স্যার?’ কেউবা আবার খোলাখুলি চাইছেন তাঁর এই পোস্টের কী অর্থ?
শুধু তা-ই নয়, কেউ আবার ইতিবাচক ভাবনা নিয়ে প্রশ্ন করছেন, ‘পরবর্তী সিনেমার সেটে যাওয়ার সময়ের কথা বলছেন তো?’ সব মিলিয়ে সিনিয়র বচ্চনের পোস্ট নিয়ে সরগরম নেটপাড়া।
গত নভেম্বরে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৬-এর সেটে তায়কোয়ান্দোর কলাকৌশল দেখিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন বিগ বি। অমিতাভ বচ্চন আসলে এমনই একজন মানুষ। অস্ত্রোপচার, অসুস্থতা, এত ঝড়ঝাপটা—কোনো কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এই বয়সে আজও তাঁর কাছে কাজই ধর্ম। চিরতরুণদের মতোই এনার্জি তাঁর। সেটে আজও পাল্লা দিয়ে ছুটে বেড়ান সবার সঙ্গে। সেই তিনিই যখন ‘যাওয়ার’ কথা বলছেন, তখন ভক্তদের উদ্বেগ খুবই স্বাভাবিক।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানের কারণেই নাকি ভারতের এই শিল্পের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে! তাঁর কারণেই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শিল্পীরা কাজ হারাচ্ছেন। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন বলিউডের প্লেব্যাক শিল্পী অভিজিৎ ভট্টাচার্য।
১২ ঘণ্টা আগেবহুকাল ধরে বাঙালি প্রেমিকের হৃদয়ে গোপন প্রিয়তমার রূপক হয়ে আছেন জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’। রহস্যময় চরিত্রটি নিয়ে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নাম ‘বনলতা সেন’। আগেই জানা গিয়েছিল, এতে অভিনয় করবেন খায়রুল বাসার। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করেছেন...
১৭ ঘণ্টা আগেগত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে...
১৭ ঘণ্টা আগে