ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় ‘ডন’ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ৯০ দশকের জনপ্রিয় ভারতীয় সুপার হিরো ‘শক্তিমান’ রূপেও দেখা যাবে রণবীরকে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন ৩’ র শুটিং শেষে আগামী বছরের মে মাস থেকে ‘শক্তিমান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রণবীর।
পরিচালক বেসিল জোসেফ গত এক বছরের বেশি সময় ধরে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি রেখেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচার্স।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, মোট তিনটি কিস্তিতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শক্তিমান’ তিন ভাগে নয়। বরং আপাতত একক সিনেমা হিসেবেই মুক্তি পাবে এটি। তারপর এটির বক্স অফিসের ব্যবসার ওপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।
প্রসঙ্গত, ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় ‘শক্তিমান’কে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক।
ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় ‘ডন’ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, ৯০ দশকের জনপ্রিয় ভারতীয় সুপার হিরো ‘শক্তিমান’ রূপেও দেখা যাবে রণবীরকে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডন ৩’ র শুটিং শেষে আগামী বছরের মে মাস থেকে ‘শক্তিমান’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রণবীর।
পরিচালক বেসিল জোসেফ গত এক বছরের বেশি সময় ধরে সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যে অ্যাকশনের চেয়ে ইমোশন বেশি রেখেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা এবং সনি পিকচার্স।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, মোট তিনটি কিস্তিতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শক্তিমান’ তিন ভাগে নয়। বরং আপাতত একক সিনেমা হিসেবেই মুক্তি পাবে এটি। তারপর এটির বক্স অফিসের ব্যবসার ওপর নির্ভর করে বাকিটা ঠিক করা হবে।
প্রসঙ্গত, ভারতের নিজস্ব সুপারহিরো বলা যায় ‘শক্তিমান’কে। চরিত্রটি ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা যেত এই সুপারহিরোর ধারাবাহিক।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে