‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
৩ ঘণ্টা আগেগত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।
৭ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১৩ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
১৭ ঘণ্টা আগে