‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৩৪ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে