বিনোদন ডেস্ক
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে বলিউড যাত্রা শুরু করেন নির্মাতা করন জোহর। এরপর থেকেই স্বপ্ন বুনছিলেন কখন নির্মাতা হিসেবে নাম লেখাবেন। কিন্তু বাবা-মা সেসময় তাঁর প্রতি আত্মবিশ্বাসী ছিলেন না। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করেছেন করন জোহর।
করন জানান, প্রথম পরিচালিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় বাবা প্রযোজক যশ চোপড়া ঘুমিয়ে পড়েছিলেন। আর শুটিংয়ের দিন মা জিজ্ঞেস করেছিলেন শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হবে তা তিনি জানেন কিনা। এমনকি তাঁর মা আদিত্য চোপড়াকে দিয়ে সিনেমাটি পরিচালনা করার পরামর্শ দেন।
করন বলেন, ‘ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে। তখন তিনি আমাকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি জানো শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হয়?’ ’ ওনার দিকে তাকিয়ে আমি হ্যাঁ বললাম। তখনই তিনি বললেন, ‘আমার মনে হয় তোমাকে দিয়ে এখন পরিচালনা হবে না, তাই আদিত্যকে (পরিচালক আদিত্য চোপড়া) কে ফোন কর এবং তাকে বল আমি সিনেমাটি পরিচালনা করতে চাই না।’
করন মনে করেন তাকে নিয়ে তখন বাবা-মা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তাই তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন সিনেমা তৈরির বিষয়ে আমি এখনো নিশ্চিত কিনা।
এদিকে করণ জোহরের বাবা, চলচ্চিত্র প্রযোজক যশ জোহরও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে করন বলেন, ‘আমি যখন বাবাকে কুছ কুছ হোতা হ্যায়র চিত্রনাট্য বর্ণনা করছিলাম, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন।’
শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি স্মরণ করেছেন করন জোহর। শুটিং সেটে যখন তাকে ক্যামেরা বসানোর জায়গার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাঁর মায়ের কণ্ঠটা ভেসে এসেছিল এবং কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন শুটিংয়ে জিজ্ঞাসা করা হয়, আমি ফ্রেমটি কোথায় চাই? তখন এক সেকেন্ডের জন্য, নিজেকে প্রশ্ন করলাম। আমার মাথায় তখন আমার মায়ের কণ্ঠ ভেসে এল। তখন মনে হলো হয়তো আমার মা ঠিকই বলেছেন, ক্যামেরা কোথায় রাখতে হবে তা আমি জানি না।
আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে বলিউড যাত্রা শুরু করেন নির্মাতা করন জোহর। এরপর থেকেই স্বপ্ন বুনছিলেন কখন নির্মাতা হিসেবে নাম লেখাবেন। কিন্তু বাবা-মা সেসময় তাঁর প্রতি আত্মবিশ্বাসী ছিলেন না। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করেছেন করন জোহর।
করন জানান, প্রথম পরিচালিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় বাবা প্রযোজক যশ চোপড়া ঘুমিয়ে পড়েছিলেন। আর শুটিংয়ের দিন মা জিজ্ঞেস করেছিলেন শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হবে তা তিনি জানেন কিনা। এমনকি তাঁর মা আদিত্য চোপড়াকে দিয়ে সিনেমাটি পরিচালনা করার পরামর্শ দেন।
করন বলেন, ‘ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি মা আমার বিছানার পাশে। তখন তিনি আমাকে প্রশ্ন করেন, ‘‘তুমি কি জানো শুটিং সেটে ক্যামেরা কোথায় রাখতে হয়?’ ’ ওনার দিকে তাকিয়ে আমি হ্যাঁ বললাম। তখনই তিনি বললেন, ‘আমার মনে হয় তোমাকে দিয়ে এখন পরিচালনা হবে না, তাই আদিত্যকে (পরিচালক আদিত্য চোপড়া) কে ফোন কর এবং তাকে বল আমি সিনেমাটি পরিচালনা করতে চাই না।’
করন মনে করেন তাকে নিয়ে তখন বাবা-মা সিদ্ধান্তহীনতায় ছিলেন। তাই তারা বারবার জিজ্ঞেস করতে থাকেন সিনেমা তৈরির বিষয়ে আমি এখনো নিশ্চিত কিনা।
এদিকে করণ জোহরের বাবা, চলচ্চিত্র প্রযোজক যশ জোহরও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর চিত্রনাট্য পড়ে শোনানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে করন বলেন, ‘আমি যখন বাবাকে কুছ কুছ হোতা হ্যায়র চিত্রনাট্য বর্ণনা করছিলাম, তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন।’
শুটিংয়ের প্রথম দিনের স্মৃতি স্মরণ করেছেন করন জোহর। শুটিং সেটে যখন তাকে ক্যামেরা বসানোর জায়গার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তাঁর মায়ের কণ্ঠটা ভেসে এসেছিল এবং কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল। তিনি বলেন, ‘যখন শুটিংয়ে জিজ্ঞাসা করা হয়, আমি ফ্রেমটি কোথায় চাই? তখন এক সেকেন্ডের জন্য, নিজেকে প্রশ্ন করলাম। আমার মাথায় তখন আমার মায়ের কণ্ঠ ভেসে এল। তখন মনে হলো হয়তো আমার মা ঠিকই বলেছেন, ক্যামেরা কোথায় রাখতে হবে তা আমি জানি না।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে