বিয়ের হিড়িক পড়েছে বলিউডে। তালিকায় সবশেষ যুক্ত হলেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর জুটি। স্থানীয় সময় আজ শনিবার ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী। অনেকটা ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন দুজনে।
এনডিটিভির খবরে জানা গেছে, একে–অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন দুজনে। আর বিয়ের এই শপথবাক্য নিজেরাই লিখেছেন তাঁরা।
বিয়েতে শিবানীর সাজও ছিল অভিনব। এরই মধ্যে বিয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, লাল ওড়না ও লাল রঙা মারমেইড গাউন পরেছেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান। দুই পরিবারের লোকজন ছাড়াও বিয়েতে হাজির ছিলেন হৃতিক রোশন, শংকর মহাদেবান ও রিয়া চক্রবর্তীসহ ফারহান-শিবানীর কাছের বন্ধুরা।
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
বিয়ের হিড়িক পড়েছে বলিউডে। তালিকায় সবশেষ যুক্ত হলেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর জুটি। স্থানীয় সময় আজ শনিবার ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী। অনেকটা ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন দুজনে।
এনডিটিভির খবরে জানা গেছে, একে–অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন দুজনে। আর বিয়ের এই শপথবাক্য নিজেরাই লিখেছেন তাঁরা।
বিয়েতে শিবানীর সাজও ছিল অভিনব। এরই মধ্যে বিয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, লাল ওড়না ও লাল রঙা মারমেইড গাউন পরেছেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান। দুই পরিবারের লোকজন ছাড়াও বিয়েতে হাজির ছিলেন হৃতিক রোশন, শংকর মহাদেবান ও রিয়া চক্রবর্তীসহ ফারহান-শিবানীর কাছের বন্ধুরা।
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
২৮ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
৪৩ মিনিট আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে