বিনোদন ডেস্ক
স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই ছিলেন হৃতিক রোশন। মাঝে কঙ্গনার সঙ্গে বিতর্কিত প্রেম নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছিল কিছুটা। কিছুদিন ধরে অভিনেত্রী-গায়িকা সাবা আজাদকে নিয়ে হৃতিকের নতুন রসালো প্রেমের গল্পে মজেছে বি-টাউন থেকে শুরু করে নেট দুনিয়া। সেই সঙ্গে আলোচনায় অভিনেতা আরসলান গোনির সঙ্গে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সম্পর্কের বিষয়টি। সম্প্রতি দুজনেই তাদের নতুন সঙ্গীদের নিয়ে গোয়ায় একসঙ্গে পার্টিতে হাজির হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী পূজা বেদীর নতুন রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন হালের চর্চিত দুই প্রেমিক জুটি। পূজার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, হাসিমুখে ছবি তুলেছেন সাবা ও হৃতিক। আবার সুজান-আরসলানের সঙ্গেও ছবি তুলেছেন পূজা বেদী। এ ছাড়া হৃতিক-সাবা ও সুজান-আরসলানের একসঙ্গে তোলা একটি সেলফিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্রেমে চারজনই ছিলেন হাস্যোজ্জ্বল। মুহূর্তেই ভাইরাল হয় দুই যুগলের একসঙ্গে তোলা এই ছবি।
কালো টি-শার্টে বরাবরের মতোই আকর্ষণীয় হৃতিক। গোলাপি ক্রপ-টপ আর সাদা প্যান্টে সাবাও কম নজর কাড়েননি। অন্যদিকে, কালো পোশাকে বোল্ড লুকে দেখা যায় সুজানকে। আরসলান বেছে নিয়েছিলেন প্রিন্টেড শার্ট।
ভালোবেসে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান, সংসার করেছেন টানা ১৪ বছর। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তবে এখনো পরস্পরের বন্ধু তাঁরা। সন্তানদের নিয়ে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। এমনকি হৃতিকের পরিবারের সব পার্টিতে হাজির হন সুজান। একই আচরণ হৃতিকের দিক থেকেও। অনেকে তো বলছেন, পরস্পরের বিয়েতেও হাজির থাকবেন হৃতিক-সুজান।
স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই ছিলেন হৃতিক রোশন। মাঝে কঙ্গনার সঙ্গে বিতর্কিত প্রেম নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছিল কিছুটা। কিছুদিন ধরে অভিনেত্রী-গায়িকা সাবা আজাদকে নিয়ে হৃতিকের নতুন রসালো প্রেমের গল্পে মজেছে বি-টাউন থেকে শুরু করে নেট দুনিয়া। সেই সঙ্গে আলোচনায় অভিনেতা আরসলান গোনির সঙ্গে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সম্পর্কের বিষয়টি। সম্প্রতি দুজনেই তাদের নতুন সঙ্গীদের নিয়ে গোয়ায় একসঙ্গে পার্টিতে হাজির হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী পূজা বেদীর নতুন রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন হালের চর্চিত দুই প্রেমিক জুটি। পূজার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, হাসিমুখে ছবি তুলেছেন সাবা ও হৃতিক। আবার সুজান-আরসলানের সঙ্গেও ছবি তুলেছেন পূজা বেদী। এ ছাড়া হৃতিক-সাবা ও সুজান-আরসলানের একসঙ্গে তোলা একটি সেলফিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্রেমে চারজনই ছিলেন হাস্যোজ্জ্বল। মুহূর্তেই ভাইরাল হয় দুই যুগলের একসঙ্গে তোলা এই ছবি।
কালো টি-শার্টে বরাবরের মতোই আকর্ষণীয় হৃতিক। গোলাপি ক্রপ-টপ আর সাদা প্যান্টে সাবাও কম নজর কাড়েননি। অন্যদিকে, কালো পোশাকে বোল্ড লুকে দেখা যায় সুজানকে। আরসলান বেছে নিয়েছিলেন প্রিন্টেড শার্ট।
ভালোবেসে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান, সংসার করেছেন টানা ১৪ বছর। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তবে এখনো পরস্পরের বন্ধু তাঁরা। সন্তানদের নিয়ে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। এমনকি হৃতিকের পরিবারের সব পার্টিতে হাজির হন সুজান। একই আচরণ হৃতিকের দিক থেকেও। অনেকে তো বলছেন, পরস্পরের বিয়েতেও হাজির থাকবেন হৃতিক-সুজান।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
২ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৬ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৬ ঘণ্টা আগে