অনলাইন ডেস্ক
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন নিমরত। যদিও দীর্ঘ চর্চায় মুখে কুলুপ এঁটে ছিলেন তাঁরা। অবশেষে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খুললেন নিমরত।
সংবাদমাধ্যমের কাছে নিমরত বলেন, ‘আমি যা-ই করি মানুষ তাদের ইচ্ছে মতো মন্তব্য করবেই।’ তাঁর ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, ‘এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’
ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে নিমরত কথা বললেও তাঁর বিরুদ্ধে চলা ট্রোলিং নিয়েও মন্তব্য করেননি। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান এই অভিনেত্রী।
২০২২ সালে মুক্তি পায় অভিষেক ও নিমরতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
সিনেমার প্রমোশনের সময় অন্য এক সাক্ষাৎকারে অভিষেক জানান তিনি আউটডোর শুটিংয়ে গেলে হোটেলে বেশির ভাগ সময় না খেয়ে থাকেন। অভিষেক বলেন, আমি আসলে লজ্জা পাই। তবে কিছু খেয়েছি কি না ঐশ্বরিয়া জানতে চাইলে বলি, ’ না খাইনি। তখন ওকে ফোন করে খাবার অর্ডার করতে হয়।’
ওই সাক্ষাৎকারের সময় অভিষেক সঙ্গে নিমরতও উপস্থিত ছিলেন। অভিষেকের বক্তব্য শুনে নিমরত বলেন, ‘কী মিষ্টি! সৌভাগ্যবান মানুষ।’
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া ও অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন নিমরত। যদিও দীর্ঘ চর্চায় মুখে কুলুপ এঁটে ছিলেন তাঁরা। অবশেষে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খুললেন নিমরত।
সংবাদমাধ্যমের কাছে নিমরত বলেন, ‘আমি যা-ই করি মানুষ তাদের ইচ্ছে মতো মন্তব্য করবেই।’ তাঁর ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, ‘এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’
ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে নিমরত কথা বললেও তাঁর বিরুদ্ধে চলা ট্রোলিং নিয়েও মন্তব্য করেননি। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান এই অভিনেত্রী।
২০২২ সালে মুক্তি পায় অভিষেক ও নিমরতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
সিনেমার প্রমোশনের সময় অন্য এক সাক্ষাৎকারে অভিষেক জানান তিনি আউটডোর শুটিংয়ে গেলে হোটেলে বেশির ভাগ সময় না খেয়ে থাকেন। অভিষেক বলেন, আমি আসলে লজ্জা পাই। তবে কিছু খেয়েছি কি না ঐশ্বরিয়া জানতে চাইলে বলি, ’ না খাইনি। তখন ওকে ফোন করে খাবার অর্ডার করতে হয়।’
ওই সাক্ষাৎকারের সময় অভিষেক সঙ্গে নিমরতও উপস্থিত ছিলেন। অভিষেকের বক্তব্য শুনে নিমরত বলেন, ‘কী মিষ্টি! সৌভাগ্যবান মানুষ।’
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া ও অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে