শ্রীদেবীকে সম্মান জানাতে সেখানকার এক জংশনের নাম পাল্টে অভিনেত্রীর নামে রাখা হচ্ছে। বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) সিদ্ধান্ত নিয়েছে, বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, লোখন্ডওয়ালা কমপ্লেক্সের নাম বদলে করা হচ্ছে শ্রীদেবী কাপুর চক। ভারতীয় সিনেমায় শ্রীদেবীর অবদানের কথা মাথায় রেখেই এমনটা ঠিক করা হয়েছে বলে জানানো হয়েছে।
নাম বদলের জন্য লোখন্ডওয়ালা কমপ্লেক্সকে বেছে নেওয়ার কারণ, সেই এলাকাতেই গ্রিন একর টাওয়ারে দীর্ঘদিন থাকতেন অভিনেত্রী। এখানকার বিভিন্ন রাস্তা দিয়ে শ্মশানের পথে এগিয়েছিল শ্রীদেবীর শেষযাত্রাও। তাই এই নাম বদলের সিদ্ধান্তে খুশি নায়িকার অনুরাগীরা।
শ্রীদেবী মৃত্যুসংবাদ এসেছিল আচমকা। ননদের ছেলের বিয়েতে অংশ নিয়ে উড়াল দিয়েছিলেন দুবাই। নানা আয়োজনে মেতে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের আনন্দঘন মুহূর্তের ছবি দিয়েছিলেন। আর ঠিক এই দিনেই হুট করে তাঁর মৃত্যুর খবর আসে।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যু হয়। তাঁর হঠাৎ মৃত্যু সবার কাছে বিস্ময়ের ছিল। কারণ, তাঁর কোনো রোগের কথা শোনা যায়নি। পুরোপুরি সুস্থ ছিলেন তিনি।
শ্রীদেবীকে সম্মান জানাতে সেখানকার এক জংশনের নাম পাল্টে অভিনেত্রীর নামে রাখা হচ্ছে। বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) সিদ্ধান্ত নিয়েছে, বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, লোখন্ডওয়ালা কমপ্লেক্সের নাম বদলে করা হচ্ছে শ্রীদেবী কাপুর চক। ভারতীয় সিনেমায় শ্রীদেবীর অবদানের কথা মাথায় রেখেই এমনটা ঠিক করা হয়েছে বলে জানানো হয়েছে।
নাম বদলের জন্য লোখন্ডওয়ালা কমপ্লেক্সকে বেছে নেওয়ার কারণ, সেই এলাকাতেই গ্রিন একর টাওয়ারে দীর্ঘদিন থাকতেন অভিনেত্রী। এখানকার বিভিন্ন রাস্তা দিয়ে শ্মশানের পথে এগিয়েছিল শ্রীদেবীর শেষযাত্রাও। তাই এই নাম বদলের সিদ্ধান্তে খুশি নায়িকার অনুরাগীরা।
শ্রীদেবী মৃত্যুসংবাদ এসেছিল আচমকা। ননদের ছেলের বিয়েতে অংশ নিয়ে উড়াল দিয়েছিলেন দুবাই। নানা আয়োজনে মেতে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের আনন্দঘন মুহূর্তের ছবি দিয়েছিলেন। আর ঠিক এই দিনেই হুট করে তাঁর মৃত্যুর খবর আসে।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যু হয়। তাঁর হঠাৎ মৃত্যু সবার কাছে বিস্ময়ের ছিল। কারণ, তাঁর কোনো রোগের কথা শোনা যায়নি। পুরোপুরি সুস্থ ছিলেন তিনি।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
১ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৮ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৮ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৮ ঘণ্টা আগে