প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘বাওয়াল’। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সিনেমাটির শুটিং চলা অবস্থাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজকেরা।
এদিকে গতকাল সোমবার আমাজন প্রাইম ভিডিও ‘বাওয়াল’-এর ফার্স্টলুক পোস্টার মুক্তি দিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকলের হৃদয় পরিবর্তন হবে, কারণ সারা বিশ্বে হইচই পড়ে যাবে। এই জুলাইতেই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে “বাওয়াল”।’
প্রসঙ্গত, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমাটি বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশে দেখা যাবে বলে জানিয়েছে আমাজন প্রাইম ভিডিও।
হিন্দুস্থান টাইমস সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘বাওয়াল’ সিনেমাটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার মতো নয়, কিছুটা অন্য ঘরানার। আর তাই নির্মাতা মনে করছেন এটি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।
সিনেমাটির পরিচালক ও সহপ্রযোজক নীতেশ বলেন, ‘ভারতের তিনটি জায়গা ও ইউরোপের পাঁচটি জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে। আমরা ‘বাওয়াল’-এ একটা আকর্ষণীয় গল্প বলতে চেয়েছি, সিনেমাটিতে বেশ কিছু নাটকীয় দৃশ্য রয়েছে। বরুণ ও জাহ্নবীর মধ্যকার দারুণ একটা রসায়ন দর্শকপ্রিয়তা পাবে বলে আশা রাখি। প্রাইম ভিডিওর হাত ধরে বিশ্বব্যাপী সিনেমাটি প্রিমিয়ার হবে। দেশের গণ্ডি ছাড়িয়ে একাধিক দেশের মানুষ সিনেমাটি দেখতে পাবেন বলে আমি আপ্লুত।’
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘বাওয়াল’। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সিনেমাটির শুটিং চলা অবস্থাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজকেরা।
এদিকে গতকাল সোমবার আমাজন প্রাইম ভিডিও ‘বাওয়াল’-এর ফার্স্টলুক পোস্টার মুক্তি দিয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকলের হৃদয় পরিবর্তন হবে, কারণ সারা বিশ্বে হইচই পড়ে যাবে। এই জুলাইতেই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে “বাওয়াল”।’
প্রসঙ্গত, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’ সিনেমাটি বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশে দেখা যাবে বলে জানিয়েছে আমাজন প্রাইম ভিডিও।
হিন্দুস্থান টাইমস সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘বাওয়াল’ সিনেমাটি তথাকথিত বাণিজ্যিক ঘরানার মতো নয়, কিছুটা অন্য ঘরানার। আর তাই নির্মাতা মনে করছেন এটি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।
সিনেমাটির পরিচালক ও সহপ্রযোজক নীতেশ বলেন, ‘ভারতের তিনটি জায়গা ও ইউরোপের পাঁচটি জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে। আমরা ‘বাওয়াল’-এ একটা আকর্ষণীয় গল্প বলতে চেয়েছি, সিনেমাটিতে বেশ কিছু নাটকীয় দৃশ্য রয়েছে। বরুণ ও জাহ্নবীর মধ্যকার দারুণ একটা রসায়ন দর্শকপ্রিয়তা পাবে বলে আশা রাখি। প্রাইম ভিডিওর হাত ধরে বিশ্বব্যাপী সিনেমাটি প্রিমিয়ার হবে। দেশের গণ্ডি ছাড়িয়ে একাধিক দেশের মানুষ সিনেমাটি দেখতে পাবেন বলে আমি আপ্লুত।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২১ ঘণ্টা আগে