বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’
মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’
মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে