বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’
মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
বিয়ে করেছেন সংগীতশিল্পী আরমান মালিক। গতকাল বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের। পারিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতি একটি যৌথ পোস্টের মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা দিয়েছেন।
ছবিগুলোতে দেখা গেছে, এই দম্পতি রঙে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেছেন। কমলা রঙের লেহেঙ্গায় আশনাকে দারুণ লাগছিল। আরমানও কনের সঙ্গে মিল রেখে প্যাস্টেল শেডের শেরোয়ানি পরেছিলেন। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করার সময় তাঁদের খুশি মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে।
আরমান মালিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন লেখেন, ‘তুই আমার ঘর।’
মন্তব্য সেকশন ছিল অভিনন্দন বার্তায় পূর্ণ। প্রনুতন হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। সোফি চৌধুরী লিখেছেন, ‘ওহ্ মাই গুডনেস! অভিনন্দন তোমাদের।’ আহানা কুমরা লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টটি লাইক দিয়েছেন।
২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। রোমান্টিক একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করে নেন গায়ক।
পোস্ট করা ছবিতে দেখা গেছে, প্রেমিকা আশনার সামনে আরমান মালিক হাতে আংটি নিয়ে হাঁটু গেড়ে বসে আছেন। অন্য একটি ছবিতে দুজনকে দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। ওই পোস্ট আরমান লেখেন, ‘এবং আমাদের চিরকাল মাত্র শুরু হয়েছে।’
আরমান মালিকের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ওয়াজাহ তুম হো’, বোল দো না জারা’ এবং ‘বুটি বোমা’। তিনি এর আগে এড শিরানের সঙ্গে ব্রিটিশ গায়কের গান ‘টু স্টেপ’-এর নতুন সংস্করণে কাজ করেছিলেন।
অন্যদিকে, আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছেন।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১০ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১০ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
২০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
২০ ঘণ্টা আগে