রোহিত শেঠির ‘কপ ইউনিভার্সে’ এবার নতুন সংযোজন। নতুন সিংহামের গল্পে থাকছে এক নারী কর্মকর্তাও। এই চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘সিংহাম অ্যাগেইন’।
আগেই জানা গিয়েছিল রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা হয়ে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন। অবশেষে তাঁর সেই লুক প্রকাশ্যে এল। পুলিশের বেশে ধরা দিলেন তিনি।
পরিচালক রোহিত শেঠি আজ রোববার তাঁর ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের দুটি ছবি শেয়ার করেন লেডি সিংহাম রূপের। তিনি এই ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র অফিসারের সঙ্গে সাক্ষাৎ করুন। শক্তি শেঠি ওরফে দীপিকা হলো আমাদের লেডি সিংহাম।’ অর্থাৎ, রোহিত শেঠির পোস্ট থেকে স্পষ্ট যে এই ছবিতে শক্তি শেঠি চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
এই পোস্টের মন্তব্যে রণবীর সিং থেকে শুরু করে পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নীল নিতিন মুকেশসহ অনেকেই প্রশংসা করেছেন দীপিকার এই লুকের।
গত বছর ‘সার্কাস’ মুক্তির পর রোহিত শেঠি জানিয়েছিলেন, তাঁর আগামী সিংহাম ফ্র্যাঞ্চাইজির ছবিতে লেডি সিংহাম হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। ২০১৮ সালে মুক্তি পায় এই সিরিজের তৃতীয় সিনেমা ‘সিম্বা’। এতে পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিং, নায়িকা চরিত্রে ছিলেন সারা আলী খান।
সিরিজের সবশেষ সিনেমাটি ছিল ২০২১ সালের ‘সূর্যবংশী’। এতে মূল চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন রণবীর ও অজয়।
রোহিত শেঠির ‘কপ ইউনিভার্সে’ এবার নতুন সংযোজন। নতুন সিংহামের গল্পে থাকছে এক নারী কর্মকর্তাও। এই চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এবারের সিনেমার নাম রাখা হয়েছে ‘সিংহাম অ্যাগেইন’।
আগেই জানা গিয়েছিল রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা হয়ে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন। অবশেষে তাঁর সেই লুক প্রকাশ্যে এল। পুলিশের বেশে ধরা দিলেন তিনি।
পরিচালক রোহিত শেঠি আজ রোববার তাঁর ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের দুটি ছবি শেয়ার করেন লেডি সিংহাম রূপের। তিনি এই ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র অফিসারের সঙ্গে সাক্ষাৎ করুন। শক্তি শেঠি ওরফে দীপিকা হলো আমাদের লেডি সিংহাম।’ অর্থাৎ, রোহিত শেঠির পোস্ট থেকে স্পষ্ট যে এই ছবিতে শক্তি শেঠি চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
এই পোস্টের মন্তব্যে রণবীর সিং থেকে শুরু করে পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নীল নিতিন মুকেশসহ অনেকেই প্রশংসা করেছেন দীপিকার এই লুকের।
গত বছর ‘সার্কাস’ মুক্তির পর রোহিত শেঠি জানিয়েছিলেন, তাঁর আগামী সিংহাম ফ্র্যাঞ্চাইজির ছবিতে লেডি সিংহাম হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। ২০১৮ সালে মুক্তি পায় এই সিরিজের তৃতীয় সিনেমা ‘সিম্বা’। এতে পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিং, নায়িকা চরিত্রে ছিলেন সারা আলী খান।
সিরিজের সবশেষ সিনেমাটি ছিল ২০২১ সালের ‘সূর্যবংশী’। এতে মূল চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন রণবীর ও অজয়।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৩ ঘণ্টা আগে