Ajker Patrika

কান্না ধরে রাখতে পারলেন না কাজল

কান্না ধরে রাখতে পারলেন না কাজল

কাজল, রানি মুখার্জিদের বাড়ির দুর্গাপুজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। মুখোর্জি বাড়ির পুজাতে অংশ নেওয়ার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসেন। তার কারণ ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের এক ঝলক দেখে নেওয়া। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পুজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পুজার প্রত্যেকটি আচার-অনুষ্ঠানে অংশও নেন তাঁরা। তবে করোনার কারণে গত বছর থেকেই একটু অন্যরকম মুখার্জি বাড়ির পুজা। আর এবার তো বাইরের দর্শনার্থীদের ভিতরে ঢোকার অনুমতিই নেই।

কাজলসম্প্রতি সামনে এল কাজল ও রানির বাড়ির পুজার এক ভিডিও। যেখানে লাল শাড়িতে দেখা গেল কাজলকে। গত বছরের পুজায় বাড়িতে আসতে পারেননি কাজল। দেখা হয়নি কাকা, জ্যাঠাদের সঙ্গে। ভিডিওতে দেখা গেল কাকা, জ্যাঠাদের সামনে পেয়ে জড়িয়ে ধরলেন কাজল। ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন। কাজলের এই অবস্থা দেখে তাঁকে সামলে নিলেন কাকা দেব মুখার্জি। মুছে দিলেন কাজলের চোখের পানি।

কাজলসপ্তমী থেকে দশমী মুখার্জি বাড়িতেই কাটান কাজল। এই পুজাতে অংশ নেন স্বামী অজয় দেবগনও। সঙ্গে থাকেন কাজলের কন্যা ও পুত্র। পুজার কয়েকটা দিন কাজল একেবারেই বাঙালি মেয়ে। শাড়ি পরেন, ভোগ খান, পুজার নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্তও হন। ঢাকের তালে নাচেনও কাজল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত