‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।
‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে