বিনোদন ডেস্ক
‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।
‘পাঠান’ সিনেমার সাফল্য উদ্যাপন শেষ হতে না হতেই এবার অস্কার মঞ্চে ডাক পেলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কারের পুরস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় দীপিকা। কয়েক দিন আগেই প্রথম ভারতীয় হিসাবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন তিনি।
আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী সিনেমাগুলোকে সম্মানিত করতে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে একই কাতারে থাকবেন দীপিকাও। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা শেয়ারও করেছেন অভিনেত্রী। এরপরই শুরু হয় শুভেচ্ছাবার্তার জোয়ার। মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এ ছাড়া অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত থেকে শুরু করে বলিউডের অনেক তারকা।
ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোন এই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়াও গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছরটা ভারতের জন্য অন্য সব বছর থেকে আলাদা। অস্কার দৌড়ে এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দুটি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হলো শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তাই এবার ভারতীয়দের আশা অনেকটাই বেশি। দীপিকা যুক্ত হয়ে অনুষ্ঠানের আকর্ষণ ভারতীয়দের কাছে যেন আরও বাড়িয়ে তুললেন।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৫ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৬ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৯ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৯ ঘণ্টা আগে