বিনোদন ডেস্ক
পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।
পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩৯ মিনিট আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৯ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৩ ঘণ্টা আগে