পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।
পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে