Ajker Patrika

অভিনয়ে আগ্রহই ছিল না, কী হতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪: ১২
প্রিয়াঙ্কা চোপড়া।  ছবি: সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে জায়গা তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন তিনি আন্তর্জাতিক তারকা। অভিনয় দক্ষতায় শোবিজ জগতে নিজেকে পক্ত করেছেন। তবে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না প্রিয়াঙ্কার। এমনকি সিনেমার কাজ পেয়ে কান্নাও করেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি বলেছিলেন, অভিনয়ে কোনো আগ্রহই ছিল না প্রিয়াঙ্কার। অনিচ্ছা নিয়েই অভিনয় শুরু করেছিলেন। তাঁর প্রথম অভিনীত তামিল সিনেমা ‘থামিজ়হান’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে ছিলেন বিজয়। কিন্তু একদমই খুশি ছিলেন না অভিনেত্রী।

ওই সাক্ষাৎকারে মধু চোপড়া বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা সিনেমায় অভিনয় করতে চায়নি। দক্ষিণ ভারতের সিনেমা থেকে প্রস্তাব এলে আমি যখন ওকে প্রস্তাবের কথা বলেছিলাম, ও কেঁদে ফেলেছিল। প্রিয়াঙ্কা তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ‘‘আমি সিনেমায় কাজ করতে চাই না।’ ’ আমি বলার পরেই প্রিয়াঙ্কা সেই দক্ষিণী ছবিতে অভিনয় করতে রাজি হয়।’

মধু চোপড়া বলেন, ‘শুটিং শুরু হওয়ার পরে সেই সিনেমার কাজ প্রিয়াঙ্কার ক্রমশ ভালো লাগতে থাকে। ভাষা না জানলেও, কাজটি উপভোগ করতে শুরু করে। টিমের সবাই প্রিয়াঙ্কাকে খুব সম্মান করত।’

অনেকেই প্রিয়াঙ্কার কাছে সিনেমার প্রস্তাব নিয়ে আসত বলেন জানান মধু চোপড়া। কিন্তু প্রিয়াঙ্কার এতে কোনো আগ্রহ ছিল না। মন দিয়ে পড়াশোনাটা করতে চাইত। পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কার স্বপ্ন ছিল বড় হয়ে সে মনোবিদ অথবা ‘অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার’ হবে।’

মিস ওয়ার্ল্ড-২০০ প্রতিযোগিতার বিজয়ী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সর্বোচ্চ আয়ের অভিনেত্রীদের একজন তিনি। তাঁর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ নান পুরস্কার রয়েছে। ২০১৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিল। ২০১৮ সালে মার্কিন পপ তারকা ও অভিনেতা নিক জোনাসকে বিয়ের তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

এলাকার খবর
Loading...