বিনোদন ডেস্ক
মেয়ে আরাধ্যকে নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন থাকেন ঐশ্বরিয়া। ‘ওভার প্রটেকটিভ মাদার’ বলতে যা বোঝায়, তিনি তা-ই। এক মুহূর্তের জন্যও মেয়েকে চোখের আড়াল করতে চান না। ইদানীং ঐশ্বরিয়া যেখানেই যান, মেয়েকে নিয়ে যান সঙ্গে। সেটা চলচ্চিত্র উৎসব হোক, অ্যাওয়ার্ড শো কিংবা পেশাগত বিদেশ সফর—সবখানে মায়ের সঙ্গে দেখা যায় আরাধ্যকে। এসব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা।
ছোট থেকেই লাইমলাইটে আরাধ্য। বয়স মাত্র ১৩, এখনো অভিনয় দুনিয়ায় পা রাখেননি। তবু সারাক্ষণ চর্চায় থাকেন অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে। স্বভাবে নম্র আরাধ্য দিনে দিনে মানুষের প্রিয়তম স্টার কিড হয়ে উঠেছেন। তবে জনপ্রিয়তার পিছে পিছে কিছু নেতিবাচক বিষয়ও চলে আসে। তারকাসন্তানদের নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়ে। আরাধ্যকে নিয়ে এমন অনেক গুজব ছড়ানো হয়েছে আগেও। এখনো হচ্ছে। তাকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বচ্চন পরিবার।
অভিযোগ, আরাধ্য বচ্চনের স্বাস্থ্যসংক্রান্ত নানা বিভ্রান্তিকর খবর বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে। একাধিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ঘুরছে তার অসুস্থতা ও মৃত্যুর খবর। এতে বিরক্ত বচ্চন পরিবার। এসব ভিডিও মুছে ফেলার ব্যবস্থা নেওয়ার জন্য আদালতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। আরাধ্যর আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই গুগলসহ একাধিক সার্চ ইঞ্জিনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি আদালত। আরাধ্যসংক্রান্ত যাবতীয় বিভ্রান্তিকর তথ্য অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।
বছর দুয়েক আগেও একবার এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-ঐশ্বরিয়া। সে সময়ে গুগলসহ একাধিক ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অন্যান্য কিছু প্ল্যাটফর্মকে আরাধ্য সম্পর্কিত সব মিথ্যা তথ্য এবং ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। গুগলের কাছে নির্দেশ পাঠানো হয়েছিল, যারা এর নেপথ্যে আছে, তাদের নাম প্রকাশ করতে হবে। তবে আদালতকে জানানো হয়েছে, অনলাইনে এখনো কিছু বিভ্রান্তিকর তথ্য রয়ে গেছে।
মেয়ে আরাধ্যকে নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন থাকেন ঐশ্বরিয়া। ‘ওভার প্রটেকটিভ মাদার’ বলতে যা বোঝায়, তিনি তা-ই। এক মুহূর্তের জন্যও মেয়েকে চোখের আড়াল করতে চান না। ইদানীং ঐশ্বরিয়া যেখানেই যান, মেয়েকে নিয়ে যান সঙ্গে। সেটা চলচ্চিত্র উৎসব হোক, অ্যাওয়ার্ড শো কিংবা পেশাগত বিদেশ সফর—সবখানে মায়ের সঙ্গে দেখা যায় আরাধ্যকে। এসব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা।
ছোট থেকেই লাইমলাইটে আরাধ্য। বয়স মাত্র ১৩, এখনো অভিনয় দুনিয়ায় পা রাখেননি। তবু সারাক্ষণ চর্চায় থাকেন অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে। স্বভাবে নম্র আরাধ্য দিনে দিনে মানুষের প্রিয়তম স্টার কিড হয়ে উঠেছেন। তবে জনপ্রিয়তার পিছে পিছে কিছু নেতিবাচক বিষয়ও চলে আসে। তারকাসন্তানদের নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়ে। আরাধ্যকে নিয়ে এমন অনেক গুজব ছড়ানো হয়েছে আগেও। এখনো হচ্ছে। তাকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বচ্চন পরিবার।
অভিযোগ, আরাধ্য বচ্চনের স্বাস্থ্যসংক্রান্ত নানা বিভ্রান্তিকর খবর বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে। একাধিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ঘুরছে তার অসুস্থতা ও মৃত্যুর খবর। এতে বিরক্ত বচ্চন পরিবার। এসব ভিডিও মুছে ফেলার ব্যবস্থা নেওয়ার জন্য আদালতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। আরাধ্যর আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই গুগলসহ একাধিক সার্চ ইঞ্জিনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি আদালত। আরাধ্যসংক্রান্ত যাবতীয় বিভ্রান্তিকর তথ্য অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।
বছর দুয়েক আগেও একবার এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-ঐশ্বরিয়া। সে সময়ে গুগলসহ একাধিক ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অন্যান্য কিছু প্ল্যাটফর্মকে আরাধ্য সম্পর্কিত সব মিথ্যা তথ্য এবং ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। গুগলের কাছে নির্দেশ পাঠানো হয়েছিল, যারা এর নেপথ্যে আছে, তাদের নাম প্রকাশ করতে হবে। তবে আদালতকে জানানো হয়েছে, অনলাইনে এখনো কিছু বিভ্রান্তিকর তথ্য রয়ে গেছে।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৪ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৪ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৮ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৭ ঘণ্টা আগে