অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বচ্চন পরিবার দীর্ঘদিন ধরেই বিনোদনজগতে আলোচনায় আছেন। এবার বচ্চন পরিবারের আরেক সদস্যের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জামাতা নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় নিখিলের নামে এই মামলা হয়েছে।
কৃষিযন্ত্র নির্মাণ সংস্থা এসকোর্টস কুবোটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিখিল নন্দার বিরুদ্ধে জিতেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আদেশের ভিত্তিতে নিখিল নন্দা ও এসকোর্টস কুবোটার অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জিতেন্দ্র সিংহের ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী বলা হয়েছে, দাতাগঞ্জে ট্র্যাক্টর ডিলার হিসেবে কাজ করা জিতেন্দ্রকে সেল টার্গেট, অর্থাৎ বিক্রয়ের লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন নিখিল নন্দা ও তাঁর সংস্থার অন্যান্য কর্মীরা। সিংকে তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার হুমকি দেন তারা। এমনকি সম্পত্তি নিলামে তোলার কথাও বলেন। এমন চাপে জিতেন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার পরিবারের সঙ্গে হয়রানির বিষয়টি আলোচনা করেন।
গত ২১ নভেম্বর কর্মকর্তারা আবার জিতেন্দ্রর ডিলারশিপ কেন্দ্র পরিদর্শন করেন। তার পরদিনই জিতেন্দ্র আত্মহত্যা করেন বলে তাঁর ভাই অভিযোগ করেন।
জিতেন্দ্রর ভাই আরও দাবি করেন, অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এই অভিযোগের বিষয়ে নন্দা ও বচ্চন পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি।
নিখিল নন্দা কিংবদন্তি বলিউড অভিনেতা রাজকাপুরের নাতি এবং অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী। ১৯৯৭ সালে শ্বেতার সঙ্গে বিয়ে হয় নিখিলের।
অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বচ্চন পরিবার দীর্ঘদিন ধরেই বিনোদনজগতে আলোচনায় আছেন। এবার বচ্চন পরিবারের আরেক সদস্যের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জামাতা নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় নিখিলের নামে এই মামলা হয়েছে।
কৃষিযন্ত্র নির্মাণ সংস্থা এসকোর্টস কুবোটার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিখিল নন্দার বিরুদ্ধে জিতেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আদেশের ভিত্তিতে নিখিল নন্দা ও এসকোর্টস কুবোটার অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জিতেন্দ্র সিংহের ভাইয়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী বলা হয়েছে, দাতাগঞ্জে ট্র্যাক্টর ডিলার হিসেবে কাজ করা জিতেন্দ্রকে সেল টার্গেট, অর্থাৎ বিক্রয়ের লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন নিখিল নন্দা ও তাঁর সংস্থার অন্যান্য কর্মীরা। সিংকে তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার হুমকি দেন তারা। এমনকি সম্পত্তি নিলামে তোলার কথাও বলেন। এমন চাপে জিতেন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার পরিবারের সঙ্গে হয়রানির বিষয়টি আলোচনা করেন।
গত ২১ নভেম্বর কর্মকর্তারা আবার জিতেন্দ্রর ডিলারশিপ কেন্দ্র পরিদর্শন করেন। তার পরদিনই জিতেন্দ্র আত্মহত্যা করেন বলে তাঁর ভাই অভিযোগ করেন।
জিতেন্দ্রর ভাই আরও দাবি করেন, অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এই অভিযোগের বিষয়ে নন্দা ও বচ্চন পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি।
নিখিল নন্দা কিংবদন্তি বলিউড অভিনেতা রাজকাপুরের নাতি এবং অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের স্বামী। ১৯৯৭ সালে শ্বেতার সঙ্গে বিয়ে হয় নিখিলের।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১০ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১০ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১০ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে