Ajker Patrika

সালমানকে আদালতের সমন

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬: ৪৮
সালমানকে আদালতের সমন

ফের আইনি জটিলতায় সালমান খান। সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের মাশুল গুনতে হচ্ছে ভাইজানকে। মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাঁকে সমন পাঠানো হয়েছে। আগামী ৫ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাতে। সালমানের নামে এমনিতেই একাধিক মামলা চলছে আদালতে, যার মধ্যে রয়েছে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলাও। 

সবশেষ আদালতের সমনের এই মামলার সূত্রপাত ২০১৯ সালে। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, অশোক পাণ্ডে নামের এক সাংবাদিক সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এর জেরে তাঁর বিরুদ্ধে আনা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৬ ধারা। এরপর করোনা পরিস্থিতির কারণে মামলার শুনানি পিছিয়ে যায়। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতেই ডাক পড়ল সালমানের। 

মেগা স্টার চিরঞ্জীবীর ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন সালমান। তবে যতই আইনি জটিলতায় জড়ান না কেন, সালমান খানের ক্যারিয়ারে বিন্দুমাত্র প্রভাব পড়েনি কখনো। তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে প্রভাব ধরে রেখেছেন ভাইজান। এবার দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পা রাখতে চলেছেন সালমান। মেগা স্টার চিরঞ্জীবীর ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। তেলেগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’-এর মাধ্যমে দক্ষিণী ছবিতে দেখা যাবে সালমানকে। 

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাইগার থ্রি’ ছবির টিজার শেয়ার করেছেন সালমান। একই সঙ্গে ছবি মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেন ভাইজান। ২০২৩ সালের ঈদে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। বরাবরের মতো টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত