আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।
আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
১ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
২ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৩ ঘণ্টা আগে