আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।
আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।
গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।
এরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’
‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।
উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২১ ঘণ্টা আগে