রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।
ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।
‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।
প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’
রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।
ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।
‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।
প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৫ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৬ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৬ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৬ ঘণ্টা আগে