রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।
ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।
‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।
প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’
রোড ট্রিপ বরাবরই ফারহান আখতারের প্রিয় বিষয়। এ নিয়ে আগেও ছবি বানিয়েছেন তিনি। আগামীতে যে ছবিটি বানাচ্ছেন, সেটিও রোড ট্রিপের ওপর। নাম ‘জি লে জারা’। এ ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা ফারহান আখতার।
ছবির গল্পের স্টিয়ারিং থাকবে তিন নায়িকার হাতে। নারীপ্রধান গল্পের ছবি তো! তাই অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
ছবির গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি ও স্বয়ং ফারহান। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তিন নায়িকাকে নিয়ে আগামী বছরের শেষ দিকে শুরু হবে ‘জি লে জারা’র শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালে মুক্তি পাবে ছবিটি।
‘জি লে জারা’ দিয়ে অনেকদিন পর হিন্দি ছবিতে ফিরবেন প্রিয়াংকা। ইদানীং হলিউড তারকা বনে যাওয়া প্রিয়াংকা এ ছবিতে অভিনয়ের জন্য পরিচালক ফারহানের কাছে একটি শর্ত রেখেছেন। ভুল ভাবার কোনো কারণ নেই। মোটা অংকের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সুবিধা দাবি করেননি। চেয়েছেন, নাচ-গানে ভরপুর একটি গান!
প্রিয়াংকা এখন ব্যস্ত আছেন ‘ম্যাট্রিক্স ৪’ ছবির প্রচারণায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে প্রিয়াংকা কথা বলছেন ‘জি লে জারা’ নিয়ে। সেখানেই এই শর্তের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।
প্রিয়াংকা বক্তব্য, ‘ফারহানকে কাটা কাটা ভাষায়, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি— বহুবছর পর হিন্দি ছবি করছি। অনেকদিন পর্দায় কোনো গানের সঙ্গে জমিয়ে নাচতে পারিনি। তাই যদি এই ছবিতে আমার নাচের কোনো সিকোয়েন্স না রাখা হয়, তাহলে খুব খারাপ হয়ে যাবে!’
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৮ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৮ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে