আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।
এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।
নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’
আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।
এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।
নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১০ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১০ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
২০ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
২০ ঘণ্টা আগে