Ajker Patrika

সম্পর্ক ভেঙেছে আদিত্য-অনন্যার

বিনোদন ডেস্ক
Thumbnail image

ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাসখানেক হল আলাদা হয়ে গেছেন বলিউডের আলোচিত জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও, গত দু’বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলেছে আদিত্য-অনন্যার। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রেম ভেঙেছে তাঁদের।

ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র‍্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পরেছিলেন তাঁরা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাঁদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তাঁরা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দু’জনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডেও। কিন্তু এর মধ্যে কি এমন কারণে ভাঙছে সম্পর্ক তা জানা যায়নি।

গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।’ ভাঙনের জল্পনা শুরু হয় সেই থেকেই। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।

আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডেঅবশ্য তাঁদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের আদিত্য-অনন্যা সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সে উত্তর অবশ্য মেলেনি এখনো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত