বিনোদন ডেস্ক
ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাসখানেক হল আলাদা হয়ে গেছেন বলিউডের আলোচিত জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও, গত দু’বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলেছে আদিত্য-অনন্যার। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রেম ভেঙেছে তাঁদের।
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পরেছিলেন তাঁরা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাঁদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তাঁরা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দু’জনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডেও। কিন্তু এর মধ্যে কি এমন কারণে ভাঙছে সম্পর্ক তা জানা যায়নি।
গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।’ ভাঙনের জল্পনা শুরু হয় সেই থেকেই। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।
অবশ্য তাঁদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের আদিত্য-অনন্যা সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সে উত্তর অবশ্য মেলেনি এখনো।
ইন্ডাস্ট্রির গুঞ্জন, মাসখানেক হল আলাদা হয়ে গেছেন বলিউডের আলোচিত জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও, গত দু’বছরে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলেছে আদিত্য-অনন্যার। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রেম ভেঙেছে তাঁদের।
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পরেছিলেন তাঁরা। সেই থেকে লন্ডন, মালদ্বীপ একসঙ্গে বহু জায়গায় দেখা মিলেছে তাঁদের। ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও একসঙ্গেই যেতেন তাঁরা। মাস কয়েক আগে করণ জোহরের শোয়ে এসেও নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দু’জনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডেও। কিন্তু এর মধ্যে কি এমন কারণে ভাঙছে সম্পর্ক তা জানা যায়নি।
গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, ‘যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য।’ ভাঙনের জল্পনা শুরু হয় সেই থেকেই। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।
অবশ্য তাঁদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের আদিত্য-অনন্যা সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সে উত্তর অবশ্য মেলেনি এখনো।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
৭ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৮ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
১১ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
১২ ঘণ্টা আগে