Ajker Patrika

লাইভে এসে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার সাবেক সহ-অভিনেতার

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭: ১২
লাইভে এসে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার সাবেক সহ-অভিনেতার

আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ফেসবুকে লাইভ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তীর্থানন্দ রাও কপিল শর্মার সঙ্গে ‘কমেডি সার্কাস কে আজুবে’তে কাজ করেছিলেন।

তীর্থানন্দ রাও ফেসবুক লাইভে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাঁর বন্ধুরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন।

লাইভে তীর্থানন্দ রাও এক নারীর বিরুদ্ধে ‘ব্ল্যাকমেল’ ও ‘চাঁদাবাজির’ অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, গত বছরের অক্টোবর থেকে ওই নারীর সঙ্গে তিনি লিভ-ইন সম্পর্কে ছিলেন। সেই নারী তাকে ব্ল্যাকমেল করছেন এমনকি তার বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগও দায়ের করে রেখেছেন। সেই নারীর জন্য ৩-৪ লাখ রুপি ধার করতে হয়েছে তীর্থানন্দকে।

তীর্থানন্দ রাও অভিযোগ করে বলেন, তিনি এখন ঋণগ্রস্ত। তিনি বলেন ‘আমার বর্তমান আর্থিক এবং মানসিক অবস্থার জন্য এই নারী দায়ী।’

হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, তীর্থানন্দ রাওকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ রাও। ২০২১ সালের ডিসেম্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত