বিনোদন ডেস্ক
অভিনেত্রী ওয়ামিকা গাব্বি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার রাওয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর দেখা সেরা পাঁচ সিনেমার নাম। যাতে তাঁর ভক্তরাও এসব সিনেমা দেখে সমৃদ্ধ হতে পারেন। রাজকুমার রাও পাঁচটি নয়, জানালেন তাঁর প্রিয় আটটি সিনেমার নাম। এর মধ্যে পাঁচটিই বাংলা সিনেমা।
অপু ট্রিলজি
‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯)—এ তিন সিনেমা নিয়ে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি। রাজকুমার রাও তাঁর পছন্দের সিনেমার তালিকায় শুরুতেই রেখেছেন অপু ট্রিলজিকে। রাজকুমারের মতে, সব সিনেমাপ্রেমিকের এ তিন সিনেমা অবশ্যই দেখা উচিত।
মেঘে ঢাকা তারা
ঋত্বিক ঘটকের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। দেশভাগের পটভূমিকায় এক উদ্বাস্তু পরিবারের মেয়ের সংগ্রাম উঠে এসেছে এ সিনেমায়। মূল চরিত্র নীতার ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী। রাজকুমার রাও তাঁর পছন্দের পাঁচ সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছেন মেঘে ঢাকা তারাকে।
গরম হাওয়া
‘গরম হাওয়া’ এম এস সাথ্যুর সবচেয়ে প্রশংসিত সিনেমা। দেশভাগের ওপর নির্মিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭৩ সালে। অভিনয়ে বলরাজ সাহনি, শওকত কাইফি, ফারুক শেখ প্রমুখ। ভারতীয় সিনেমায় নতুন ধারার সূচনা হয়েছে যেসব সিনেমার হাত ধরে, গরম হাওয়া তার মধ্যে অন্যতম।
নায়কান
সাধারণ বস্তিবাসী থেকে এক যুবকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠার গল্প ‘নায়কান’। ডন হলেও তাকে সবাই সম্মান করে, ভালোবাসে। মনিরত্নম পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। মুক্তি পায় ১৯৮৭ সালে।
আসা যাওয়ার মাঝে
পুরো সিনেমায় কোনো সংলাপ নেই। এক মধ্যবিত্ত দম্পতির দৈনন্দিন জীবনের এক দিনের গল্প। স্ত্রী হাতব্যাগ তৈরির ফ্যাক্টরিতে চাকরি করে, বের হয় ভোরে। আর স্বামী সারা রাত প্রিন্টিং প্রেসে কাজ করে ভোরে ঘরে ফেরে। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এ সিনেমাটি ভক্তদের অবশ্যই দেখার অনুরোধ জানিয়েছেন রাজকুমার রাও।
দ্য ফ্লোরিডা প্রজেক্ট
এ সিনেমা নিয়ে রাজকুমারের মত, ‘ফ্লোরিডা প্রজেক্ট আমার হৃদয়জুড়ে আছে, খুবই সুন্দর সিনেমা।’ শন বেকার পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালে। দ্য ফ্লোরিডা প্রজেক্ট কয়েকজন ছেলেমেয়ের শৈশবের গল্প। ওয়াল্ট ডিজনির ঝলমলে রিসোর্টের পাশে যেসব শিশু বেড়ে উঠছে বঞ্চনা ও অবহেলা নিয়ে, তাদের গল্প।
অভিনেত্রী ওয়ামিকা গাব্বি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার রাওয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর দেখা সেরা পাঁচ সিনেমার নাম। যাতে তাঁর ভক্তরাও এসব সিনেমা দেখে সমৃদ্ধ হতে পারেন। রাজকুমার রাও পাঁচটি নয়, জানালেন তাঁর প্রিয় আটটি সিনেমার নাম। এর মধ্যে পাঁচটিই বাংলা সিনেমা।
অপু ট্রিলজি
‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) ও ‘অপুর সংসার’ (১৯৫৯)—এ তিন সিনেমা নিয়ে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি। রাজকুমার রাও তাঁর পছন্দের সিনেমার তালিকায় শুরুতেই রেখেছেন অপু ট্রিলজিকে। রাজকুমারের মতে, সব সিনেমাপ্রেমিকের এ তিন সিনেমা অবশ্যই দেখা উচিত।
মেঘে ঢাকা তারা
ঋত্বিক ঘটকের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। দেশভাগের পটভূমিকায় এক উদ্বাস্তু পরিবারের মেয়ের সংগ্রাম উঠে এসেছে এ সিনেমায়। মূল চরিত্র নীতার ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী। রাজকুমার রাও তাঁর পছন্দের পাঁচ সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছেন মেঘে ঢাকা তারাকে।
গরম হাওয়া
‘গরম হাওয়া’ এম এস সাথ্যুর সবচেয়ে প্রশংসিত সিনেমা। দেশভাগের ওপর নির্মিত সিনেমাটি মুক্তি পায় ১৯৭৩ সালে। অভিনয়ে বলরাজ সাহনি, শওকত কাইফি, ফারুক শেখ প্রমুখ। ভারতীয় সিনেমায় নতুন ধারার সূচনা হয়েছে যেসব সিনেমার হাত ধরে, গরম হাওয়া তার মধ্যে অন্যতম।
নায়কান
সাধারণ বস্তিবাসী থেকে এক যুবকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠার গল্প ‘নায়কান’। ডন হলেও তাকে সবাই সম্মান করে, ভালোবাসে। মনিরত্নম পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। মুক্তি পায় ১৯৮৭ সালে।
আসা যাওয়ার মাঝে
পুরো সিনেমায় কোনো সংলাপ নেই। এক মধ্যবিত্ত দম্পতির দৈনন্দিন জীবনের এক দিনের গল্প। স্ত্রী হাতব্যাগ তৈরির ফ্যাক্টরিতে চাকরি করে, বের হয় ভোরে। আর স্বামী সারা রাত প্রিন্টিং প্রেসে কাজ করে ভোরে ঘরে ফেরে। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এ সিনেমাটি ভক্তদের অবশ্যই দেখার অনুরোধ জানিয়েছেন রাজকুমার রাও।
দ্য ফ্লোরিডা প্রজেক্ট
এ সিনেমা নিয়ে রাজকুমারের মত, ‘ফ্লোরিডা প্রজেক্ট আমার হৃদয়জুড়ে আছে, খুবই সুন্দর সিনেমা।’ শন বেকার পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালে। দ্য ফ্লোরিডা প্রজেক্ট কয়েকজন ছেলেমেয়ের শৈশবের গল্প। ওয়াল্ট ডিজনির ঝলমলে রিসোর্টের পাশে যেসব শিশু বেড়ে উঠছে বঞ্চনা ও অবহেলা নিয়ে, তাদের গল্প।
অনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৫ মিনিট আগেঅনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
১০ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
১১ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
১৪ ঘণ্টা আগে