‘বিগ বস ১৩’ এর ঘরে শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম। সিদ্ধার্থ শুক্লাকে প্রথম দেখাতেই শেহনাজ গিলের মনে হয়েছিল, কোনো রসায়ন আছে তাঁদের মধ্যে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এই অভিনেত্রী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে ‘বিগ বস ১৫’-এর ঘরে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের প্রতিযোগি মিশা আইয়ারের প্রেমে পড়েছেন ঈশান সেহগাল! মাত্র এক রাতের আলাপচারিতায় একে অপরের নাকি অনেকটাই কাছে চলে এসেছেন তাঁরা। ‘বিগ বস’-এর প্রতিটি এপিসোডে তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসছে।
এই এপিসোডে শমিতা শেঠি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চেয়েছিলেন তাঁরা।
এরপরই সেখানে হাঁটু মুড়ে বসে ঈশান তাঁর অনুভূতির কথা মিশার সামনে প্রকাশ করেন। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশা ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।
এই এপিসোডের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ফারাহ খান। তিনি এসব দেখে মজার ছলেই বলেছিলেন, ‘প্রথম দেখায় প্রেম জানতাম। এ তো দেখছি প্রথম রাতেই প্রেম!’
অন্যদিকে উপস্থাপক সালমান অবশ্য এসব দেখে আগাম সতর্ক করেছেন দুই প্রতিযোগীকে। তাঁর কথায়, বিগ বস’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। তাই ‘মিশান’ অর্থাৎ তাঁদের দুজনকে নিয়ে কিন্তু ঘরে ঘরে চর্চা শুরু হবে। তাঁরা অবশ্য বলছেন, সব কিছু মাথায় রেখেই এগোবেন দুজনে।
‘বিগ বস ১৩’ এর ঘরে শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম। সিদ্ধার্থ শুক্লাকে প্রথম দেখাতেই শেহনাজ গিলের মনে হয়েছিল, কোনো রসায়ন আছে তাঁদের মধ্যে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এই অভিনেত্রী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে ‘বিগ বস ১৫’-এর ঘরে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের প্রতিযোগি মিশা আইয়ারের প্রেমে পড়েছেন ঈশান সেহগাল! মাত্র এক রাতের আলাপচারিতায় একে অপরের নাকি অনেকটাই কাছে চলে এসেছেন তাঁরা। ‘বিগ বস’-এর প্রতিটি এপিসোডে তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসছে।
এই এপিসোডে শমিতা শেঠি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চেয়েছিলেন তাঁরা।
এরপরই সেখানে হাঁটু মুড়ে বসে ঈশান তাঁর অনুভূতির কথা মিশার সামনে প্রকাশ করেন। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশা ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।
এই এপিসোডের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ফারাহ খান। তিনি এসব দেখে মজার ছলেই বলেছিলেন, ‘প্রথম দেখায় প্রেম জানতাম। এ তো দেখছি প্রথম রাতেই প্রেম!’
অন্যদিকে উপস্থাপক সালমান অবশ্য এসব দেখে আগাম সতর্ক করেছেন দুই প্রতিযোগীকে। তাঁর কথায়, বিগ বস’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। তাই ‘মিশান’ অর্থাৎ তাঁদের দুজনকে নিয়ে কিন্তু ঘরে ঘরে চর্চা শুরু হবে। তাঁরা অবশ্য বলছেন, সব কিছু মাথায় রেখেই এগোবেন দুজনে।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
২ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৬ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে