সাইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মুহম্মদ জিশান আইয়ুব অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে ‘হিন্দুধর্মের অবমাননা’ বিতর্কের পর বলিউডের একাধিক নির্মাতা নিজেদের চিত্রনাট্যে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। কোনও কোনও পরিচালকের নতুন প্রজেক্ট আটকে গিয়েছিল। এই তালিকায় পরিচালক অনুরাগ কাশ্যপও ছিলেন।
‘ম্যাক্সিমাম সিটি’ নামে সুকেতু মেহতার বইয়ের ভিত্তি করে সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। বইটিতে হিন্দু ধর্মান্ধতার পাশাপাশি মুম্বাই শহরে মানুষের আশা-নিরাশার চরম দোলাচল তুলে ধরা হয়। কিন্তু ২০২১ সালে তাণ্ডব নিয়ে বিতর্কের কারণে ৩ পর্বের সিনেমা প্রজেক্ট থেকে সরে দাঁড়ায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
কাজটি হাতছাড়া হওয়ার পর অনুরাগ কাশ্যপকে দীর্ঘ বিষাদ পেয়ে বসে; অ্যালকোহলে আসক্ত হয়ে যান তিনি। সিনেমা হারানোর বেদনায় দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এসব তুলে ধরেছেন অনুরাগ।
তিনি জানান, ম্যাক্সিমাম সিটি নিয়ে তিনি যতটা পরিশ্রম করেছেন, আর কোনো প্রজেক্টে ততটা করেননি। তাঁর জীবনের সেরা কাজ হত এটি। চিত্রনাট্যটি দেশের বিরাজমান রাজনৈতিক আবহাওয়ার জন্য ‘খুব সংবেদনশীল’ মনে করেছিল নেটফ্লিক্স।
অনুরাগ বলেন, নির্দিষ্ট কোনও কারণ না দেখিয়েই নেটফ্লিক্স সরে দাঁড়ায়। জানিয়ে দেয়, এই কাজের সঙ্গে তাঁরা নিজেকে আর যুক্ত করতে চায় না। তখন তিনি বিষাদগ্রস্ত হয়ে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। ওই ঘটনার পর তার দুবার হার্ট অ্যাটাক হয়।
উল্লেখ্য, ‘আমাজন ইন্ডিয়া’-য় মুক্তি পেয়েছিল তাণ্ডব। ওয়েব সিরিজটিতে হিন্দুধর্মের অবমাননা করা হয়েছে দাবি তুলে এই ওটিটি-র এক কর্ণধারকে জেরা করেছিল পুলিশ। ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে দায়ের হয়েছিল এফআইআর। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একাধিক নেতা সেই সময় শামিল হয়েছিলেন এতে। সাইফ আলি খান ও মুহম্মদ জিশানকে হুমকিও দেওয়া হয়েছিল সেসময়।
বলিউডের একাংশ ‘বাক-স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ বলে সমালোচনা করেছিলেন সেই সময়। কিন্তু তারপর থেকেই রাজনৈতিক বিষয়ের ওপর ছবি বানানো ও তা সম্প্রচারে রীতিমতো পিছু পা হতে থাকে ওটিটিগুলি। যার ফলে আটকে আছে এখনও ‘পাতাললোক ২’ ও ‘ম্যাক্সিমাম সিটি’-র মতো অনেক প্রোজেক্টই।
সাইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মুহম্মদ জিশান আইয়ুব অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে ‘হিন্দুধর্মের অবমাননা’ বিতর্কের পর বলিউডের একাধিক নির্মাতা নিজেদের চিত্রনাট্যে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। কোনও কোনও পরিচালকের নতুন প্রজেক্ট আটকে গিয়েছিল। এই তালিকায় পরিচালক অনুরাগ কাশ্যপও ছিলেন।
‘ম্যাক্সিমাম সিটি’ নামে সুকেতু মেহতার বইয়ের ভিত্তি করে সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। বইটিতে হিন্দু ধর্মান্ধতার পাশাপাশি মুম্বাই শহরে মানুষের আশা-নিরাশার চরম দোলাচল তুলে ধরা হয়। কিন্তু ২০২১ সালে তাণ্ডব নিয়ে বিতর্কের কারণে ৩ পর্বের সিনেমা প্রজেক্ট থেকে সরে দাঁড়ায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
কাজটি হাতছাড়া হওয়ার পর অনুরাগ কাশ্যপকে দীর্ঘ বিষাদ পেয়ে বসে; অ্যালকোহলে আসক্ত হয়ে যান তিনি। সিনেমা হারানোর বেদনায় দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এসব তুলে ধরেছেন অনুরাগ।
তিনি জানান, ম্যাক্সিমাম সিটি নিয়ে তিনি যতটা পরিশ্রম করেছেন, আর কোনো প্রজেক্টে ততটা করেননি। তাঁর জীবনের সেরা কাজ হত এটি। চিত্রনাট্যটি দেশের বিরাজমান রাজনৈতিক আবহাওয়ার জন্য ‘খুব সংবেদনশীল’ মনে করেছিল নেটফ্লিক্স।
অনুরাগ বলেন, নির্দিষ্ট কোনও কারণ না দেখিয়েই নেটফ্লিক্স সরে দাঁড়ায়। জানিয়ে দেয়, এই কাজের সঙ্গে তাঁরা নিজেকে আর যুক্ত করতে চায় না। তখন তিনি বিষাদগ্রস্ত হয়ে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। ওই ঘটনার পর তার দুবার হার্ট অ্যাটাক হয়।
উল্লেখ্য, ‘আমাজন ইন্ডিয়া’-য় মুক্তি পেয়েছিল তাণ্ডব। ওয়েব সিরিজটিতে হিন্দুধর্মের অবমাননা করা হয়েছে দাবি তুলে এই ওটিটি-র এক কর্ণধারকে জেরা করেছিল পুলিশ। ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে দায়ের হয়েছিল এফআইআর। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একাধিক নেতা সেই সময় শামিল হয়েছিলেন এতে। সাইফ আলি খান ও মুহম্মদ জিশানকে হুমকিও দেওয়া হয়েছিল সেসময়।
বলিউডের একাংশ ‘বাক-স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ বলে সমালোচনা করেছিলেন সেই সময়। কিন্তু তারপর থেকেই রাজনৈতিক বিষয়ের ওপর ছবি বানানো ও তা সম্প্রচারে রীতিমতো পিছু পা হতে থাকে ওটিটিগুলি। যার ফলে আটকে আছে এখনও ‘পাতাললোক ২’ ও ‘ম্যাক্সিমাম সিটি’-র মতো অনেক প্রোজেক্টই।
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
৩ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
৪ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৭ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৮ ঘণ্টা আগে