Ajker Patrika

নেটফ্লিক্স প্রজেক্ট ছাড়ার পর অনুরাগ কাশ্যপ দুবার হার্ট অ্যাটাক করেন 

বিনোদন ডেস্ক
Thumbnail image

সাইফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মুহম্মদ জিশান আইয়ুব অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে ‘হিন্দুধর্মের অবমাননা’ বিতর্কের পর বলিউডের একাধিক নির্মাতা নিজেদের চিত্রনাট্যে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। কোনও কোনও পরিচালকের নতুন প্রজেক্ট আটকে গিয়েছিল। এই তালিকায় পরিচালক অনুরাগ কাশ্যপও ছিলেন।

‘ম্যাক্সিমাম সিটি’ নামে সুকেতু মেহতার বইয়ের ভিত্তি করে সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। বইটিতে হিন্দু ধর্মান্ধতার পাশাপাশি মুম্বাই শহরে মানুষের আশা-নিরাশার চরম দোলাচল তুলে ধরা হয়। কিন্তু ২০২১ সালে তাণ্ডব নিয়ে বিতর্কের কারণে ৩ পর্বের সিনেমা প্রজেক্ট থেকে সরে দাঁড়ায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

কাজটি হাতছাড়া হওয়ার পর অনুরাগ কাশ্যপকে দীর্ঘ বিষাদ পেয়ে বসে; অ্যালকোহলে আসক্ত হয়ে যান তিনি। সিনেমা হারানোর বেদনায় দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এসব তুলে ধরেছেন অনুরাগ।

তিনি জানান, ম্যাক্সিমাম সিটি নিয়ে তিনি যতটা পরিশ্রম করেছেন, আর কোনো প্রজেক্টে ততটা করেননি। তাঁর জীবনের সেরা কাজ হত এটি। চিত্রনাট্যটি দেশের বিরাজমান রাজনৈতিক আবহাওয়ার জন্য ‘খুব সংবেদনশীল’ মনে করেছিল নেটফ্লিক্স।

অনুরাগ বলেন, নির্দিষ্ট কোনও কারণ না দেখিয়েই নেটফ্লিক্স সরে দাঁড়ায়। জানিয়ে দেয়, এই কাজের সঙ্গে তাঁরা নিজেকে আর যুক্ত করতে চায় না। তখন তিনি বিষাদগ্রস্ত হয়ে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। ওই ঘটনার পর তার দুবার হার্ট অ্যাটাক হয়।

অনুরাগ কাশ্যপউল্লেখ্য, ‘আমাজন ইন্ডিয়া’-য় মুক্তি পেয়েছিল তাণ্ডব। ওয়েব সিরিজটিতে হিন্দুধর্মের অবমাননা করা হয়েছে দাবি তুলে এই ওটিটি-র এক কর্ণধারকে জেরা করেছিল পুলিশ। ‘তাণ্ডব’-এর বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে দায়ের হয়েছিল এফআইআর। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একাধিক নেতা সেই সময় শামিল হয়েছিলেন এতে। সাইফ আলি খান ও মুহম্মদ জিশানকে হুমকিও দেওয়া হয়েছিল সেসময়।

বলিউডের একাংশ ‘বাক-স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ বলে সমালোচনা করেছিলেন সেই সময়। কিন্তু তারপর থেকেই রাজনৈতিক বিষয়ের ওপর ছবি বানানো ও তা সম্প্রচারে রীতিমতো পিছু পা হতে থাকে ওটিটিগুলি। যার ফলে আটকে আছে এখনও ‘পাতাললোক ২’ ও ‘ম্যাক্সিমাম সিটি’-র মতো অনেক প্রোজেক্টই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত