Ajker Patrika

না ফেরার দেশে বলিউড কিংবদন্তি দিলীপ কুমার

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৩: ৪৭
না ফেরার দেশে বলিউড কিংবদন্তি দিলীপ কুমার

বলিউড কিংবদন্তি দিলীপ কুমার মারা গেছেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। শেষ সময়ে তাঁর স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গত ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন সায়রা। 

দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। 

দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন। 

তিনি তাঁর অভিনয় জীবন জুড়ে অনেক পুরস্কার পেয়েছেন।  ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন। 

তিনি ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ তে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। দিলীপ কুমারের শেষ ছবি কিলা। যেটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত