বিনোদন ডেস্ক
ঢাকা: ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই ছাড়তে হলো পছন্দের চরিত্র। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব পেয়েছিলেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। তবে শিডিউল নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি ছাড়তে হলো তাঁকে। এ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিতে যে সময় দরকার, বর্তমানে সে সময় নেই অভিনেতার হাতে।
তবে এটা প্রথম নয়। এর আগে শাহরুখ খানকে চরিত্রটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কলেজজীবনে ভালো হকি খেলতেন শাহরুখ। মূলত সে কারণেই করণ জোহর তাঁকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দেন। তা ছাড়া ‘চাক দে ইন্ডিয়া’র মতো হকিকেন্দ্রিক সিনেমা শাহরুখ খানের কারণে ব্লকবাস্টার হিট হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। করণের হাত থেকে আপাতত ছবির স্বত্ব রয়েছে প্রযোজক রনি স্ক্রুওয়ালার হাতে। আগামী বছর বড় বাজেটের এ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে। অভিষেকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন। জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পড়ে খুব উৎসাহিত হয়েছিলেন বরুণ। প্রাথমিকভাবে তিনি রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। তবে চলতি বছরে শুটিং করার জন্য তাঁর কাছে কোনো ডেট ছিল না। সে কারণে ছাড়তে হলো সিনেমাটি।
বর্তমানে বরুণের হাতে চারটি সিনেমা আছে। ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’, যার শুটিং সম্প্রতি শেষ করেছেন বরুণ। এতে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতী স্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমাতেও মূল চরিত্রে আছেন বরুণ।
ঢাকা: ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই ছাড়তে হলো পছন্দের চরিত্র। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব পেয়েছিলেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। তবে শিডিউল নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি ছাড়তে হলো তাঁকে। এ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিতে যে সময় দরকার, বর্তমানে সে সময় নেই অভিনেতার হাতে।
তবে এটা প্রথম নয়। এর আগে শাহরুখ খানকে চরিত্রটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কলেজজীবনে ভালো হকি খেলতেন শাহরুখ। মূলত সে কারণেই করণ জোহর তাঁকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দেন। তা ছাড়া ‘চাক দে ইন্ডিয়া’র মতো হকিকেন্দ্রিক সিনেমা শাহরুখ খানের কারণে ব্লকবাস্টার হিট হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। করণের হাত থেকে আপাতত ছবির স্বত্ব রয়েছে প্রযোজক রনি স্ক্রুওয়ালার হাতে। আগামী বছর বড় বাজেটের এ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে। অভিষেকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন। জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পড়ে খুব উৎসাহিত হয়েছিলেন বরুণ। প্রাথমিকভাবে তিনি রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। তবে চলতি বছরে শুটিং করার জন্য তাঁর কাছে কোনো ডেট ছিল না। সে কারণে ছাড়তে হলো সিনেমাটি।
বর্তমানে বরুণের হাতে চারটি সিনেমা আছে। ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’, যার শুটিং সম্প্রতি শেষ করেছেন বরুণ। এতে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতী স্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমাতেও মূল চরিত্রে আছেন বরুণ।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১২ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১২ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১২ ঘণ্টা আগে