Ajker Patrika

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের ওয়াক অব ফেমে দীপিকা পাড়ুকোন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২: ৪৮
দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত
দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উজ্জ্বল ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় পালক। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডের মর্যাদাপূর্ণ ওয়াক অব ফেমে সম্মানিত হতে যাচ্ছেন দীপিকা। ওয়াক অব ফেমে ২০২৬ সালের জন্য নির্বাচিত ব্যক্তিদের তালিকায় রয়েছে বলিউডের মোহিনীর নাম।

দীপিকার সঙ্গে ২০২৬ সালে ওয়াক অব ফেমে আরও সম্মানিত হবেন হলিউডের তারকা মাইলি সাইরাস, টিমোথি চালামেট, অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কঁতিয়ার, কানাডিয়ান অভিনেত্রী র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালীয় অভিনেতা ফ্রাঙ্কো নেরো এবং জনপ্রিয় সেলিব্রিটি শেফ গর্ডন র‍্যামসে।

গত ২০ জুন হলিউড চেম্বার অব কমার্স-এর ওয়াক অব ফেম নির্বাচন প্যানেল এক বৈঠকে শত শত মনোনয়নের মধ্য থেকে বাছাই করে এই সম্মানপ্রাপ্তদের নাম নির্ধারণ করে। পরে ২৫ জুন চেম্বারের বোর্ড অব ডিরেক্টরস এই নির্বাচনের অনুমোদন দেয়।

হলিউডের ওভেশন হলিউডে এক সরাসরি সম্প্রচারিত প্রেস কনফারেন্সে দীপিকার নামসহ বিভিন্ন বিভাগের নামী ব্যক্তিত্বদের তালিকা ঘোষণা করা হয়। রেকর্ডিং, সিনেমা, টেলিভিশন, লাইভ থিয়েটার/পারফরম্যান্স এবং স্পোর্টস এন্টারটেইনমেন্টে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

ওয়াক অব ফেম নির্বাচন কমিটির চেয়ারম্যান ও ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের প্রাক্তন সিইও পিটার রথ এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ২০২৬ সালের জন্য নির্বাচিত ৩৫ জন সম্মানিত ব্যক্তির নাম ঘোষণা করছি, যাঁদের হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হবে।’

গত কয়েক বছরে দীপিকা পাড়ুকোন বলিউড ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৭ সালে হলিউডে পা রাখেন এই অভিনেত্রী। এক্সএক্সএক্স: রিটার্ন অব জান্ডার কেজ চলচ্চিত্রে অভিনয় করেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে।

আন্তর্জাতিকভাবে দীপিকা এর আগেও বেশ কয়েকবার সম্মানিত হয়েছেন। বিখ্যাত টাইমস সাময়িকীর ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্ব’ তালিকায় এসেছে তাঁর নাম। ভ্যারাইটির ‘ইন্টারন্যাশনাল উইমেন’স ইমপ্যাক্ট রিপোর্ট’-এও তাঁর নাম উঠে এসেছে।

অনন্য ফ্যাশন ভাবনার জন্য কান চলচ্চিত্র উৎসব এবং মেট গালাতে দীপিকা নজর কেড়েছেন বিশ্বজুড়ে।

২০২৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার-এর অন্যতম উপস্থাপক ছিলেন দীপিকা।

২০২৩ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এস. এস. রাজামৌলির সিনেমা আরআরআর চলচ্চিত্রের জনপ্রিয় গান নাটু নাটু গানটি বিশ্বদর্শকের সামনে মঞ্চে উপস্থাপন করেন দীপিকা পাড়ুকোন। সে বছরই গানটি জিতে নেয় সেরা মূল গান-এর অস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত