Ajker Patrika

একটি দৃশ্যের জন্য পরিনীতির এত কষ্ট

আপডেট : ১১ জুন ২০২১, ১৪: ২৩
একটি দৃশ্যের জন্য পরিনীতির এত কষ্ট

ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।

পরিনীতি চোপড়া।কিন্তু পরিস্থিতি বদলে গেছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। গত বছরের শেষের দিকে আমাজন প্রাইমে স্থান পায় সন্দীপ আর পিংকির এ গল্প। এত দিনে এসে ভাগ্য খুলেছে ছবিটির। দর্শক দেখছেন। প্রশংসা করছেন। ভাসছেন উত্তেজনায়। এতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তিনি জানালেন, এ সিনেমার একটি দৃশ্যের জন্য টানা দুই দিন গোসল করেননি। দৃশ্যটি ছিল গর্ভপাতের। পাহাড়ের ওপর ছোট একটি কুঁড়েঘরে দৃশ্যটির শুটিং হয়েছিল।

কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।

পরিনীতি চোপড়া

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।

‘সন্দীপ অর পিংকি ফারার’ এর দৃশ্যে পরিনীতি চোপড়া ও অর্জুন কাপুর। তবে এত কষ্টের ফলাফলও পাচ্ছেন অভিনেত্রী। এতে সন্দীপ ওয়ালিয়া ওরফে স্যান্ডির চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ এ পিংকি চরিত্রে আছেন অর্জুন কাপুর।

দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত