বলিউডে এক দশক কাটিয়ে ফেলেছেন। সুদর্শন নায়ক হিসেবে তাঁর যথেষ্ট নামডাক। কিন্তু অভিনয়েও যে তিনি কম যান না, তা ‘শেরশাহ’ ছবিতে বুঝিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু জানেন কি, ইন্ডাস্ট্রিতে পা রেখেই নিরাশ হতে হয়েছিল পর্দার বিক্রম বত্রাকে? দীর্ঘ অপেক্ষার পরেও হাতছাড়া হয়েছিল প্রথম ছবি।
অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে আসেন সিদ্ধার্থ। সেই সময় এক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ছবি নিয়ে পাকা কথা হয় তাঁর। সিদ্ধার্থ বলেন, ‘নাম বলতে চাচ্ছি না। আমাকে কথা দিয়েছিল এই ছবিতে আমি অভিনয় করছি। আমি চুক্তিপত্রও করি। ছবিতে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। ছয় থেকে আট মাস অপেক্ষাও করি। কিন্তু শেষে আমাকে বাদ দিয়ে পরিচালক অন্য এক বড় তারকাকে নিয়ে ছবিটি তৈরি করেন। ছবিটি সফলও হয়েছিল।’
এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সিদ্ধার্থ। অভিনয়ের আশা ত্যাগ করে সহ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। ক্যামেরার পিছনে থেকে ছবির সেটের খুঁটিনাটি শিখছিলেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই নেম ইজ খান’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেন সিদ্ধার্থ। পরবর্তীতে করণই তাঁকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের মতো তারকা-সন্তানদের সঙ্গে প্রথম ছবিতেই নজর কাড়েন সিদ্ধার্থ। এর পর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নেন তিনি। যদিও পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়। কিন্তু ‘শেরশাহ’ ছবিতে দারুণ অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়।
বলিউডে এক দশক কাটিয়ে ফেলেছেন। সুদর্শন নায়ক হিসেবে তাঁর যথেষ্ট নামডাক। কিন্তু অভিনয়েও যে তিনি কম যান না, তা ‘শেরশাহ’ ছবিতে বুঝিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু জানেন কি, ইন্ডাস্ট্রিতে পা রেখেই নিরাশ হতে হয়েছিল পর্দার বিক্রম বত্রাকে? দীর্ঘ অপেক্ষার পরেও হাতছাড়া হয়েছিল প্রথম ছবি।
অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে আসেন সিদ্ধার্থ। সেই সময় এক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ছবি নিয়ে পাকা কথা হয় তাঁর। সিদ্ধার্থ বলেন, ‘নাম বলতে চাচ্ছি না। আমাকে কথা দিয়েছিল এই ছবিতে আমি অভিনয় করছি। আমি চুক্তিপত্রও করি। ছবিতে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। ছয় থেকে আট মাস অপেক্ষাও করি। কিন্তু শেষে আমাকে বাদ দিয়ে পরিচালক অন্য এক বড় তারকাকে নিয়ে ছবিটি তৈরি করেন। ছবিটি সফলও হয়েছিল।’
এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সিদ্ধার্থ। অভিনয়ের আশা ত্যাগ করে সহ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। ক্যামেরার পিছনে থেকে ছবির সেটের খুঁটিনাটি শিখছিলেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই নেম ইজ খান’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করেন সিদ্ধার্থ। পরবর্তীতে করণই তাঁকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের মতো তারকা-সন্তানদের সঙ্গে প্রথম ছবিতেই নজর কাড়েন সিদ্ধার্থ। এর পর ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নেন তিনি। যদিও পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়। কিন্তু ‘শেরশাহ’ ছবিতে দারুণ অভিনয় সর্বমহলে প্রশংসিত হয়।
সিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০ ঘণ্টা আগেগত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
১ দিন আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
১ দিন আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
১ দিন আগে