বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ।
‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’
সংগীতের মাধ্যমে শুরু করলেও প্রিয়াংকা অভিনয়ের সুযোগটাই খুঁজছিলেন। অভিনয়ের প্রথম সুযোগ পান ২০১৫ সালে জোশুয়া সাফরান নির্মিত আলোচিত আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মাধ্যমে। এর মাধ্যমে শুধু আলোচনা নয়, টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছিলেন প্রিয়ংকা। এরপর তিনি হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের আলোচিত প্রজেক্টগুলোতে দেখা গেছে। এছাড়া সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।
বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ।
‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’
সংগীতের মাধ্যমে শুরু করলেও প্রিয়াংকা অভিনয়ের সুযোগটাই খুঁজছিলেন। অভিনয়ের প্রথম সুযোগ পান ২০১৫ সালে জোশুয়া সাফরান নির্মিত আলোচিত আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মাধ্যমে। এর মাধ্যমে শুধু আলোচনা নয়, টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছিলেন প্রিয়ংকা। এরপর তিনি হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের আলোচিত প্রজেক্টগুলোতে দেখা গেছে। এছাড়া সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৫ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৬ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৬ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৬ ঘণ্টা আগে