বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ।
‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’
সংগীতের মাধ্যমে শুরু করলেও প্রিয়াংকা অভিনয়ের সুযোগটাই খুঁজছিলেন। অভিনয়ের প্রথম সুযোগ পান ২০১৫ সালে জোশুয়া সাফরান নির্মিত আলোচিত আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মাধ্যমে। এর মাধ্যমে শুধু আলোচনা নয়, টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছিলেন প্রিয়ংকা। এরপর তিনি হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের আলোচিত প্রজেক্টগুলোতে দেখা গেছে। এছাড়া সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।
বেশ কয়েক বছর ধরেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। এত দিন এ বিষয়ে কথা না বললেও এবার প্রিয়াংকা জানিয়েছেন, নোংরা রাজনীতির শিকার হয়েই বলিউড ছেড়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবে তিনি জানান বলিউড ছাড়ার কারণ।
‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে বলিউড ছাড়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, প্রচণ্ড রাগ, ক্ষোভ থেকে বলিউড ছেড়েছেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘বলিউডে আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। আমাকে ভালো কোনো চরিত্রে নেওয়া হচ্ছিল না। এ নিয়ে অনেকের সঙ্গে আমার তখন ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াংকা জানান, ‘আমি আসলে সে সময় বলিউডের বিকল্প খুঁজছিলাম। ঠিক সে সময় দেশি হিটসের অঞ্জুলা আচার্য আমাকে ফোন করে জানতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে সংগীত ক্যারিয়ার গড়তে আমি আগ্রহী কি না। তখন আমি বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ সিনেমার শুটিং করছিলাম।’
সংগীতের মাধ্যমে শুরু করলেও প্রিয়াংকা অভিনয়ের সুযোগটাই খুঁজছিলেন। অভিনয়ের প্রথম সুযোগ পান ২০১৫ সালে জোশুয়া সাফরান নির্মিত আলোচিত আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মাধ্যমে। এর মাধ্যমে শুধু আলোচনা নয়, টানা দুটি পিপলস চয়েস অ্যাওয়ার্ডস জিতেছিলেন প্রিয়ংকা। এরপর তিনি হলিউডের কিয়ানু রিভস, দ্য রক, জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন। তাঁকে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভল্যুশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো হলিউডের আলোচিত প্রজেক্টগুলোতে দেখা গেছে। এছাড়া সামনে হলিউডের ‘সিটাডেল’ ও ‘লাভ অ্যাগেইন’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৮ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৮ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে