Ajker Patrika

লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৪
Thumbnail image

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী খ্যাত লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের জটিল আকার নিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফের তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গত সপ্তাহেই ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল লতাকে। তাই হঠাৎ এই খবর সামনে আসতেই উদ্বেগ জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সবার কপালেই চিন্তার ভাঁজ। 

গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এরপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। 

এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁদের। এখনো আইসিইউতে আছেন তিনি। বিশিষ্ট চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দ্রুত সেরে উঠবেন বলেই প্রত্যাশা পরিবারের সদস্যদের।

লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত