বিনোদন ডেস্ক
মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’
মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’
পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৩ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৩ ঘণ্টা আগেঅস্কারের ৯৭তম আসরটি ‘এমিলিয়া পেরেজ’ময়। সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে ফরাসি সিনেমাটি। ইতিহাস সৃষ্টি করেছেন এমিলিয়া পেরেজের অন্যতম কান্ডারি কার্লা সোফিয়া গ্যাসকন। ট্রান্সজেন্ডার হিসেবে অস্কারে তিনিই প্রথম পেলেন মনোনয়ন। সেরা অভিনেত্রীর পুরস্কারটি তিনিই পাবেন, এমন আলোচনা...
৩ ঘণ্টা আগেঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
১৪ ঘণ্টা আগে