শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।
শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৪ মিনিট আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৯ মিনিট আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ মিনিট আগেসম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১ দিন আগে