শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।
শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
২১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
২১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
২১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে