শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।
শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র এক গান লিখে রেকর্ড ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্যবিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাহতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’র ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি লেখার জন্য রেকর্ড ২৫ লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যেকোনো গীতিকারের নেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন, তিনি কীভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন।
জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তাঁর লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না। কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন, সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, ‘রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন, এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না। তাই আমি তাতে রাজি হয়ে যাই।’
প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি গেয়েছেন সনু নিগম। গানটিকে ‘ডানকি’ সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে, সেই অনুভূতির গান।
উল্লেখ্য, ১ ডিসেম্বর টি-সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগরবাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৩ মিনিট আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৫ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৫ ঘণ্টা আগে