সাইফ আলি খান–কারিনা কাপুর দম্পতির দুই ছেলে। বড় ছেলে তৈমুরের বয়স চার। আর ছোট ছেলের জন্ম হয়েছে এ বছরের ২১ ফেব্রুয়ারি। ছোট ছেলেকে এখনো ক্যামেরার সামনে আনেননি এ তারকা দম্পতি। এমনকি জানাননি নামও। তবে এরইমধ্যে কারিনার ‘তৃতীয় সন্তান’–কে দেখা গেল। জানা গেল নামও।
কারিনার এই ‘তৃতীয় সন্তান’ কোনো রক্ত–মাংসের মানুষ নয়। একটি বই। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। এটিকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলছেন কারিনা। প্রথমবারের মতো বই লিখেছেন তিনি। দুই সন্তান জন্মের অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে বইটি।
ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে কারিনা বলছেন, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির নানান দিক সবার সঙ্গে ভাগ করে নেব। ওই সময় এমন হতো– কোনোদিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আবার কোনো কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। নিজের শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো, পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি, তা নিয়েই এই বই।’
গর্ভকালীন অভিজ্ঞতা, স্মৃতি কারিনা তুলে এনেছেন বইটিতে। তিনি আশা করছেন, যারা মা হতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা মা হতে চান; তাদেরকে নানাভাবে সাহায্য করবে বইটি। ‘প্রেগনেন্সি বাইবেল’ বাজারে আসবে শিগগিরই। এখন প্রি–অর্ডার দেওয়া যাচ্ছে।
ক্যারিয়ারের ঝলমলে সময়ে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। গর্ভকালীন অবস্থায়ও চুটিয়ে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে দ্বিতীয় সন্তান। সে সময় টুকটাক ফটোশুট করেছিলেন। উপস্থাপনা করেছিলেন একটি রেডিও অনুষ্ঠান। সন্তান জন্মের মাসখানেকের মধ্যেই কারিনা ফিরেছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুটিংও শুরু করেছেন।
সাইফ আলি খান–কারিনা কাপুর দম্পতির দুই ছেলে। বড় ছেলে তৈমুরের বয়স চার। আর ছোট ছেলের জন্ম হয়েছে এ বছরের ২১ ফেব্রুয়ারি। ছোট ছেলেকে এখনো ক্যামেরার সামনে আনেননি এ তারকা দম্পতি। এমনকি জানাননি নামও। তবে এরইমধ্যে কারিনার ‘তৃতীয় সন্তান’–কে দেখা গেল। জানা গেল নামও।
কারিনার এই ‘তৃতীয় সন্তান’ কোনো রক্ত–মাংসের মানুষ নয়। একটি বই। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। এটিকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলছেন কারিনা। প্রথমবারের মতো বই লিখেছেন তিনি। দুই সন্তান জন্মের অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে বইটি।
ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে কারিনা বলছেন, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির নানান দিক সবার সঙ্গে ভাগ করে নেব। ওই সময় এমন হতো– কোনোদিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আবার কোনো কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। নিজের শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো, পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি, তা নিয়েই এই বই।’
গর্ভকালীন অভিজ্ঞতা, স্মৃতি কারিনা তুলে এনেছেন বইটিতে। তিনি আশা করছেন, যারা মা হতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা মা হতে চান; তাদেরকে নানাভাবে সাহায্য করবে বইটি। ‘প্রেগনেন্সি বাইবেল’ বাজারে আসবে শিগগিরই। এখন প্রি–অর্ডার দেওয়া যাচ্ছে।
ক্যারিয়ারের ঝলমলে সময়ে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। গর্ভকালীন অবস্থায়ও চুটিয়ে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে দ্বিতীয় সন্তান। সে সময় টুকটাক ফটোশুট করেছিলেন। উপস্থাপনা করেছিলেন একটি রেডিও অনুষ্ঠান। সন্তান জন্মের মাসখানেকের মধ্যেই কারিনা ফিরেছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুটিংও শুরু করেছেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৯ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৯ ঘণ্টা আগে