Ajker Patrika

কারিনার ‘তৃতীয় সন্তান’

আপডেট : ১০ জুলাই ২০২১, ০১: ১২
কারিনার ‘তৃতীয় সন্তান’

সাইফ আলি খান–কারিনা কাপুর দম্পতির দুই ছেলে। বড় ছেলে তৈমুরের বয়স চার। আর ছোট ছেলের জন্ম হয়েছে এ বছরের ২১ ফেব্রুয়ারি। ছোট ছেলেকে এখনো ক্যামেরার সামনে আনেননি এ তারকা দম্পতি। এমনকি জানাননি নামও। তবে এরইমধ্যে কারিনার ‘তৃতীয় সন্তান’–কে দেখা গেল। জানা গেল নামও।

কারিনার এই ‘তৃতীয় সন্তান’ কোনো রক্ত–মাংসের মানুষ নয়। একটি বই। বইয়ের নাম ‘প্রেগনেন্সি বাইবেল’। এটিকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলছেন কারিনা। প্রথমবারের মতো বই লিখেছেন তিনি। দুই সন্তান জন্মের অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে বইটি।

ইনস্টাগ্রামে বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে কারিনা বলছেন, ‘এটা একটা আলাদা জার্নি। আমার দুটো প্রেগনেন্সির নানান দিক সবার সঙ্গে ভাগ করে নেব। ওই সময় এমন হতো– কোনোদিন কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আবার কোনো কোনো দিন বিছানা ছেড়ে উঠতেই মন চাইত না। নিজের শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো, পরিবর্তনগুলো আমি লক্ষ্য করেছি, তা নিয়েই এই বই।’

কারিনার লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’–এর প্রচ্ছদগর্ভকালীন অভিজ্ঞতা, স্মৃতি কারিনা তুলে এনেছেন বইটিতে। তিনি আশা করছেন, যারা মা হতে যাচ্ছেন কিংবা ভবিষ্যতে যারা মা হতে চান; তাদেরকে নানাভাবে সাহায্য করবে বইটি। ‘প্রেগনেন্সি বাইবেল’ বাজারে আসবে শিগগিরই। এখন প্রি–অর্ডার দেওয়া যাচ্ছে।

ক্যারিয়ারের ঝলমলে সময়ে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। গর্ভকালীন অবস্থায়ও চুটিয়ে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে আসে দ্বিতীয় সন্তান। সে সময় টুকটাক ফটোশুট করেছিলেন। উপস্থাপনা করেছিলেন একটি রেডিও অনুষ্ঠান। সন্তান জন্মের মাসখানেকের মধ্যেই কারিনা ফিরেছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুটিংও শুরু করেছেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত