Ajker Patrika

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুজবের জবাব নিজস্ব কায়দায় দিলেন ঐশ্বরিয়া

মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত
মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁরা বরাবরই তাঁদের সম্পর্কের রসায়ন ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে ‘কাপল গোলস’ তৈরি করেছেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দুজন পৃথকভাবে উপস্থিত হওয়ার পর থেকে সেই গুজব আরও ডালাপালা মেলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, এই গুজব নিয়ে বচ্চন দম্পতি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ঐশ্বরিয়া নিজস্ব উপায়ে এই গুজবের জবাব দিয়েছেন। কিছুদিন আগে, তিনি তাঁর শ্বশুর অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। ছবিতে অমিতাভ বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে একসঙ্গে দেখা যায়। ক্যাপশনে ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন পা-দাদাজি। সব সময় ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকুক।’

অপর একটি ছবিতে ঐশ্বরিয়াকে ও আরাধ্যাকে একসঙ্গে দেখা গেছে। ছবি দেখা যায় আরাধ্যা একটি রুপালি পোশাকে পরেছেন এবং ঐশ্বরিয়া পরেছেন কালো পোশাক ও লাল লিপস্টিক। ছবিতে তাঁর বিয়ের আংটিটি স্পষ্ট দেখা যায়। অনেকে মনে করছেন, এর মধ্যে দিয়ে ঐশ্বরিয়া সব গুজবের ইতি টেনে দিয়েছেন।

ঐশ্বরিয়া আরও একটি বিরল ছবি শেয়ার করেন, যা আরাধ্যার জন্মের সময়ের। এই ছবি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে এরই মধ্যে।

এদিকে, অভিষেক বচ্চন ঐশ্বরিয়া ও আরাধ্যার সঙ্গে এই সময় উপস্থিত ছিলেন না। কারণ তিনি তাঁর আসন্ন ছবি ‘আই ওয়ান্ট টু টক’—এর প্রচারণায় ব্যস্ত ছিলেন। প্রচার শেষে তিনি মুম্বাইয়ের পিভিআর জুহুতে ছবিটির মহরতে অংশ নেন। এই ছবি আগামীকাল শুক্রবার মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত