বিনোদন ডেস্ক
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১২ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১২ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১২ ঘণ্টা আগে