বিনোদন ডেস্ক
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
ঢাকা: কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। এবার সেই গুঞ্জনের ধ্বনি শোনা গেল প্রকাশ্যেও। নতুন ‘জুটি’ হয়েছেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর এবং পূজা বেদীর কন্যা আলিয়া ফার্নিচারওয়ালা।
তবে জানিয়ে রাখা ভালো হর্ষবর্ধন এবং আলিয়া কিন্তু মোটেই বাস্তব জীবনে প্রেম করবেন না। তাহলে? অনিল কন্যা রিয়া কাপুর তৈরি করতে চলেছেন একটি ছবি। সেই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধে পর্দায় হাজির হবেন হর্ষবর্ধন এবং আলিয়া। এই রোমান্টিক-কমেডি ছবির নায়িকার চরিত্রে নাকি প্রথম থেকে আলিয়াকেই ভেবে এসেছিলেন রিয়া। আসলে নিজের প্রথম ছবি ‘জাওয়ানি জানেমন’-এ নিজের পারফরমেন্স দিয়ে দর্শক থেকে শুরু করে ছবি সমালোচকদের মুগ্ধ করেছেন পূজা কন্যা। ফলস্বরূপ ‘সেরা নবাগত’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারটিও নিজের ঝুলিতে পুরেছিলেন তিনি।
অন্যদিকে ‘মির্জা’,‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতে অপেক্ষাকৃত সিরিয়াস চরিত্রে ধরা দিয়েছিলেন হর্ষবর্ধন। তাই এই ‘রম-কম’ ছবিতে নিজের সেই ‘সিরিয়াস ইমেজ’ হর্ষ ভাঙতে পারবেন বলেই বিশ্বাস রিয়ার। কারণ নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে পর্দায় কয়েকমুহূর্তের জন্য উপস্থিত হয়ে নিজের কমেডি অভিনয়ের দক্ষতার প্রমাণ রেখেছেন হর্ষবর্ধন।
এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া ফার্নিচারওয়ালার অভিনয়ের প্রশংসা শোনা গিয়েছিল হর্ষবর্ধনের কথায়। জানিয়েছিলেন ‘জাওয়ানি জানেমন’-এর নায়িকার সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে বেশ আগ্রহীও তিনি। আলিয়ার মতো এত কম সময়ে এরকম দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে নাকি অন্য কোনও অভিনেত্রীকে তিনি দেখেননি বলেই জানিয়েছিলেন অনিলপুত্র!
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে