বিনোদন ডেস্ক
প্রেম ভেঙেছে অনেক বছর হলো। সেই থেকে কথাবার্তা বন্ধ। কোনো অনুষ্ঠানে আচমকা দেখা হয়ে গেলে ন্যূনতম সৌজন্যতাটুকুও দেখাননি একে অপরের প্রতি। দুজনেই দুজনের থেকে চোখ সরিয়ে নিয়েছেন। সম্প্রতি জয়পুরে তেমনই এক অনুষ্ঠানের মঞ্চে ফের দেখা হয়ে গেল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের।
তবে এবারের গল্পটা ভিন্ন হলো। এক মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন। হাসিমুখে কথাও বললেন। তারপর পর্দার আদিত্য ও গীত পরস্পরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
বহু যুগ পর এই মুহূর্তটি মন ছুঁয়ে গেছে সবার। ‘জব উই মেট’ সিনেমার জুটিকে ফের এক হতে দেখে আবেগে ভেসেছেন দর্শক। এত দিন পর দেখা হয়ে কী কথা বললেন শাহিদ-কারিনা? সেটা অবশ্য স্পষ্ট নয়। অনেকের মনে হয়েছে, সৌজন্যমূলক আলাপচারিতা হয়ে থাকতে পারে। আবার কারও মতে, একসঙ্গে কাজ করার সেই দিনগুলি নিয়ে হয়তো কথা বলেছেন তাঁরা।
আবার অনেকের ধারণা, হয়তো নিজেদের বর্তমান জীবন নিয়েই খোশগল্পে মেতেছেন দুজন। শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কারও আবার মনে হয়েছে, পুরোটাই অভিনয়। ক্যামেরার সামনে বলেই পুরোনো মনকষাকষি প্রকাশ করতে পারছেন না।
একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন শাহিদ-কারিনা। ‘ফিদা’, ‘চুপ চুপকে’, ‘জব উই মেট’সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও। সে সময় কাপুরনন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়।
বিয়ের দিনও ঠিক ছিল। শোনা যায়, শাহিদকে ভালোবেসে একসময় নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শাহিদকে একপ্রকার জামাই হিসেবে মেনে নিয়েছিলেন রণধীর কাপুর। তবে হঠাৎই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
প্রেম ভাঙার পর একসঙ্গে কখনো দেখা যায়নি শাহিদ-কারিনাকে। বিচ্ছেদের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় কাজ করলেও তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। সিনেমার প্রমোশনেও একসঙ্গে যাননি। এমনকি গত বছর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন কারিনা।
তবে সে সবই এখন অতীত। বর্তমানে শাহিদ ও কারিনা দুজনেই ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি। গত শনিবার ভারতের জয়পুরে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাঁরা। এবার একেবারেই ভিন্নভাবে দেখা গেল শাহিদ-করিনাকে। অতীত ভুলে শুধু পাশাপাশিই দাঁড়াননি, একে অপরকে আলিঙ্গনও করেন। তাঁদের এভাবে দেখে কিছুটা হলেও অবাক নেটপাড়া।
প্রেম ভেঙেছে অনেক বছর হলো। সেই থেকে কথাবার্তা বন্ধ। কোনো অনুষ্ঠানে আচমকা দেখা হয়ে গেলে ন্যূনতম সৌজন্যতাটুকুও দেখাননি একে অপরের প্রতি। দুজনেই দুজনের থেকে চোখ সরিয়ে নিয়েছেন। সম্প্রতি জয়পুরে তেমনই এক অনুষ্ঠানের মঞ্চে ফের দেখা হয়ে গেল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের।
তবে এবারের গল্পটা ভিন্ন হলো। এক মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন। হাসিমুখে কথাও বললেন। তারপর পর্দার আদিত্য ও গীত পরস্পরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
বহু যুগ পর এই মুহূর্তটি মন ছুঁয়ে গেছে সবার। ‘জব উই মেট’ সিনেমার জুটিকে ফের এক হতে দেখে আবেগে ভেসেছেন দর্শক। এত দিন পর দেখা হয়ে কী কথা বললেন শাহিদ-কারিনা? সেটা অবশ্য স্পষ্ট নয়। অনেকের মনে হয়েছে, সৌজন্যমূলক আলাপচারিতা হয়ে থাকতে পারে। আবার কারও মতে, একসঙ্গে কাজ করার সেই দিনগুলি নিয়ে হয়তো কথা বলেছেন তাঁরা।
আবার অনেকের ধারণা, হয়তো নিজেদের বর্তমান জীবন নিয়েই খোশগল্পে মেতেছেন দুজন। শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কারও আবার মনে হয়েছে, পুরোটাই অভিনয়। ক্যামেরার সামনে বলেই পুরোনো মনকষাকষি প্রকাশ করতে পারছেন না।
একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন শাহিদ-কারিনা। ‘ফিদা’, ‘চুপ চুপকে’, ‘জব উই মেট’সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও। সে সময় কাপুরনন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়।
বিয়ের দিনও ঠিক ছিল। শোনা যায়, শাহিদকে ভালোবেসে একসময় নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শাহিদকে একপ্রকার জামাই হিসেবে মেনে নিয়েছিলেন রণধীর কাপুর। তবে হঠাৎই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
প্রেম ভাঙার পর একসঙ্গে কখনো দেখা যায়নি শাহিদ-কারিনাকে। বিচ্ছেদের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় কাজ করলেও তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। সিনেমার প্রমোশনেও একসঙ্গে যাননি। এমনকি গত বছর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন কারিনা।
তবে সে সবই এখন অতীত। বর্তমানে শাহিদ ও কারিনা দুজনেই ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি। গত শনিবার ভারতের জয়পুরে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাঁরা। এবার একেবারেই ভিন্নভাবে দেখা গেল শাহিদ-করিনাকে। অতীত ভুলে শুধু পাশাপাশিই দাঁড়াননি, একে অপরকে আলিঙ্গনও করেন। তাঁদের এভাবে দেখে কিছুটা হলেও অবাক নেটপাড়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা জানান, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। কিন্তু পছন্দমতো কাউকে পাচ্ছেন না। আগ্রহীদের বায়োডাটা পাঠানোর কথাও বলেন তিনি। মিলার এমন মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
৪২ মিনিট আগেপ্রায় দেড় বছর পর পর্দায় ফিরেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তবে নাটক নয়, উপস্থাপনা দিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন উপস্থাপনাবিষয়ক রিয়েলিটি শো ‘আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং।
৪৩ মিনিট আগেঅনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’।
১৩ ঘণ্টা আগে‘পরাণ’ মুক্তির পর বদলে যায় শরিফুল রাজের ভাগ্য। একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হতে শুরু করেন। তবে অতিরিক্ত পারিশ্রমিক হাঁকানো নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। এসব কারণে খানিকটা ব্যাকফুটে চলে যেতে হয় রাজকে।
১৪ ঘণ্টা আগে