ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!
যদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।
ঢাকা: ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সিনেমা হলের দরজা কবে খুলবে, ঠিক নেই। হল খুললেই যে দর্শক সেখানে গিয়ে সিনেমা দেখবেন, সে আশাও করা যাচ্ছে না। তাই অনলাইন প্ল্যাটফর্মের দিকেই হাত বাড়াল বিদ্যা বালানের নতুন সিনেমা ‘শেরনি’। জুন মাসে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এটি। সোমবার প্রকাশ করা হয়েছে পোস্টার। গত বছরের প্রশংসিত সিনেমা ‘শকুন্তলা দেবী’র পর ‘শেরনি’ নিয়ে আসছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী।
বিদ্যা বালানের ‘শেরনি’ সিনেমার পোস্টার:
অমিত মাসুরকর, যিনি এর আগে ‘নিউটন’ বানিয়েছিলেন, তাঁর পরিচালনায় ‘শেরনি’র মূল চরিত্রে আছেন বিদ্যা বালান। এ সিনেমার প্রেক্ষাপট ঘন জঙ্গল। ফার্স্টলুকে জলপাই রঙের শার্টে দেখা গেছে বিদ্যাকে।
বিদ্যা বালান ছাড়াও এতে আছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ ও শরৎ সাক্সেনা। প্রযোজনায় আছেন টি-সিরিজ ও অরুন্ধতিয়া এন্টারটেইনমেন্ট।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন সিনেমা ‘শেরনি’র কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন বিদ্যা। এটি নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক হয়েছে। শোনা গিয়েছিল, মধ্যপ্রদেশের জঙ্গলে শুটিং করার সময় সে রাজ্যের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল!
যদিও পরে এ অভিযোগ উড়িয়ে দেন মন্ত্রী নিজে। পরবর্তীতে এক মহিলা ক্রুকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ‘শেরনি’ অভিনেতা বিজয় রাজকে।
গতবছর করোনা মহামারীর কারণে ছবির শুটিং বন্ধ ছিল। অক্টোবরে আবারও শুরু হয় শুটিং। গত বছর বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইমে দেখানো হয়েছিল সিনেমাটি। ‘শেরনি’ একই প্ল্যাটফর্মে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১০ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১০ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১০ ঘণ্টা আগে