Ajker Patrika

মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে রণবীর-শ্রদ্ধার সিনেমা

মুক্তির প্রথম দিনেই পাইরেসির কবলে রণবীর-শ্রদ্ধার সিনেমা

আজ বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল রোমান্টিক ড্রামা ঘরানার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তির দিনই অনলাইন সাইট টরেন্টে ফাঁস হয়ে গেছে সিনেমাটি। তাও আবার এইচডি কোয়ালিটিতে। সাইট থেকে আবার করা যাচ্ছে ডাউনলোডও। এছাড়াও তামিল রকার্স, ফিল্মিজিলা, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে সিনেমাটির প্রিন্ট। 

সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়। মুক্তির আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ফলে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, সিনেমাটির প্রথম দিনের আয় ১২-১৩ কোটি রুপি দাঁড়াতে পারে। 

মুক্তির প্রথম দিনই এমন ঘটনার নিন্দা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই। বর্তমানের তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ও নিরাপত্তার মধ্যেও পাইরেসি হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে আরও কঠিন হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। 

এটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত