Ajker Patrika

‘ডন থ্রি’ ছাড়ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক
কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম
কিয়ারা আদভানি। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

সবকিছু ঠিক হওয়ার পরও সহশিল্পী বা নির্মাতার সঙ্গে মতবিরোধ বা দ্বন্দ্বে জড়িয়ে সিনেমা থেকে সরে যাওয়া নতুন কিছু নয়। তবে কিয়ারার সঙ্গে এমন কিছু হয়নি, বরং সুসংবাদ দিয়ে মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন তিনি। তাই ইচ্ছা থাকলেও ডন থ্রি সিনেমাটি করতে পারছেন না কিয়ারা।

কিছুদিন আগে মা হওয়ার খবর জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সতীর্থ ও ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মাকে। কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ সিনেমার কাজ শেষ করে ‘ওয়ার টু’ সিনেমার শুটিং গোছাতে ব্যস্ত। এ সিনেমায় কিয়ারার সঙ্গে রয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।

চলতি বছরের মাঝামাঝি সময়ে ডন থ্রির শুটিং শুরুর কথা। কিন্তু মা হওয়ার ঘটনায় সবকিছু নতুন করে গুছিয়ে নিচ্ছেন কিয়ারা আদভানি। এই সময়টাতে মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন তিনি। প্রেগন্যান্সির সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান। অভিনেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন নির্মাতারা। তবে এ নিয়ে এখনো কিয়ারা ও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ডন থ্রির নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে।

ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়ার পর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ নির্মাণ করেন ফারহান। সিনেমাটি জনপ্রিয়তা পাওয়ায় ২০১১ সালে একই নির্মাতার হাত ধরে মুক্তি পায় ‘ডন টু’। সিনেমা দুটি বড় বাজেটে নির্মাণ করা না হলেও বক্স অফিসে দারুণ সাফল্য পায়। তবে এবার নির্মাতারা হাঁটছেন ভিন্ন পরিকল্পনায়, সারা বিশ্বের দর্শকদের কথা মাথায় রেখে ২৭৫ কোটি রুপির বড় বাজেট রেখেছেন সিনেমাটির জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত