Ajker Patrika

সঞ্জয় দত্তের মুখোমুখি হবেন রণবীর সিং

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২: ৪৩
সঞ্জয় দত্তের মুখোমুখি হবেন রণবীর সিং

আদিত্য ধরের পরিচালনায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির সম্ভাব্য নাম ‘ধুরন্ধর’। আর সিনেমাটিতে বসবে তারার হাট। মুখ্য চরিত্রে রণবীরের সঙ্গে দেখা যেতে পারে সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্নাসহ একাধিক তারকাকে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। সেখানে গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে থাকবেন রণবীর আর খল চরিত্রে দেখা যতে পারে সঞ্জয় দত্তকে।

তবে আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের চরিত্রের আভাস এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতারা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন আদিত্য।

অর্জুন রামপাল, আর মাধবন ও অক্ষয় খান্না। ছবি: সংগৃহীতআগামী আগস্ট মাস থেকে শুরু হতে পারে একাধিক তারকা সমন্বিত সিনেমাটির শুটিং। ভারতের পাশাপাশি বাইরেও একাধিক জায়গায় হবে দৃশ্যধারণ। সিনেমাটিতে রণবীরের চরিত্রটি গড়া হবে লার্জার দ্যান লাইফ আদলে। এভাবে আগাচ্ছে চিত্রনাট্য তৈরির কাজ। ইতিমধ্যে চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত