নিজের জন্মদিনে কারাগার থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রেমপত্র পাঠালেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন সুকেশ। এতে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিনেরও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত সুকেশের চিঠিতে জ্যাকুলিনকে নিজের জীবনের সবচেয়ে ‘বড় উপহার’ বলেছেন সুকেশ।
জ্যাকুলিনকে তেলেগু ভাষায় ‘বাট্টা বোমা’ বলে ডাকেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমাকে ভীষণ মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা খুব মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা প্রমাণ করার দরকার নেই। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে অছি। অনেক ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ আমাকে হৃদয় দেওয়ার জন্য। আমার সমর্থক ও বন্ধুদের ধন্যবাদ, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠিতে অনেক শুভেচ্ছা পেয়েছি, ধন্যবাদ।’
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।
নিজের জন্মদিনে কারাগার থেকে প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে প্রেমপত্র পাঠালেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন সুকেশ। এতে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিনেরও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত সুকেশের চিঠিতে জ্যাকুলিনকে নিজের জীবনের সবচেয়ে ‘বড় উপহার’ বলেছেন সুকেশ।
জ্যাকুলিনকে তেলেগু ভাষায় ‘বাট্টা বোমা’ বলে ডাকেন সুকেশ, যার অর্থ সুন্দর পুতুল। চিঠিতে সুকেশ লিখেছেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমাকে ভীষণ মিস করছি। তোমার প্রাণোচ্ছলটা খুব মিস করছি। আমার বলার ভাষা নেই, আমি জানি আমার জন্য তোমার ভালোবাসার কোনো শেষ নেই। জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। এটা প্রমাণ করার দরকার নেই। শুধু বলতে চাই, তোমাকে মিস করছি, ভালোবাসি আমার বোত্তা বোম্মা।’
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তুমি এবং তোমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার। যেই পরিস্থিতিই আসুক, আমি তোমার পাশে অছি। অনেক ভালোবাসি আমার বেবি। ধন্যবাদ আমাকে হৃদয় দেওয়ার জন্য। আমার সমর্থক ও বন্ধুদের ধন্যবাদ, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শতাধিক চিঠিতে অনেক শুভেচ্ছা পেয়েছি, ধন্যবাদ।’
মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক শ কোটি রুপি নেওয়ার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার চার্জশিটেও নাম উঠেছে জ্যাকুলিনের। অবৈধ টাকায় জ্যাকুলিন ও তাঁর পরিবারকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। এই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির নামও জড়িয়েছিল।
যদিও জ্যাকুলিন বারবার তা অস্বীকার করেছেন। জ্যাকুলিনের সঙ্গে সুকেশের কিছু ছবি ভাইরাল হলেও। অভিনেত্রীর দাবি, তাকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। আর্থিক জালিয়াতির বিষয়ে জ্যাকুলিন কিছু জানতেন না বলে দাবি করেছেন।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১০ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১০ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে