Ajker Patrika

শাহরুখ খান ঘোড়ায় চড়তে ভয় পান

বিনোদন ডেস্ক
Thumbnail image

বলিউড বাদশাহ শাহরুখ খান। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে চোখ ধাঁধানো স্ট্যান্টে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু জানেন কি, শাহরুখ খান ঘোড়ায় চড়তে ভয় পান! 

অনেক সিনেমায় তাঁকে ঘোড়ার পিঠে চড়তে দেখা গেলেও, বর্তমানে কোনও সিনেমাতে ঘোড়ায় চড়ে কোনো শ্যুটিং করতে চান না কিং খান। তবে শাহরুখের ঘোড়াভীতি শোবিজ দুনিয়ায় আসার পর একটি বাজে অভিজ্ঞতা থেকে। 

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত রাকেশ রোশন পরিচালিত ‘করণ অর্জুন’ সিনেমায় শাহরুখের ঘোড়ার পিঠে চড়ার একটি দৃশ্য ছিল। আর সে দৃশ্যটি করতে গিয়ে মারাত্মক আহত হন তিনি। এরপর থেকে ঘোড়া থেকে কিং খান দূরে থাকার চেষ্টা করেন। 

শাহরুখ খানের নামের পাশে বলিউড বাদশাহ তকমা। বাদশাহর বাদশাহি ফুরিয়ে গেছে বলে নিন্দুকেরা বলে বেড়ান। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন তিনি। চার বছরের হিসাব মিটিয়ে দিয়েছেন চার দিনেই! 

সব প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়েছেন সিনেমা দিয়েই। তাঁর হয়ে জবাব দিয়েছে ‘পাঠান’। মুক্তির প্রথম দিন সিনেমা হল খোলার কয়েক ঘণ্টা আগে থেকেই লম্বা লাইন। ব্ল্যাকেও মেলেনি টিকিট, এরপর বাকিটা ইতিহাস। গত ২২ দিনের বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, পাঠানের আয় ৯৭০ কোটি রুপি। 

মুক্তির আগেই আগাম টিকিট বিক্রির আয়ের রেকর্ড থেকে শুরু করে প্রথম দিনের আয়— পাঠান ভেঙেছে অনেক রেকর্ড। আমির খানের দঙ্গলকে পেছনে ফেলে বলিউডের সিনেমা হিসেবে ভারতে সর্বোচ্ছ আয় এবং সর্বশেষ বলিউড সিনেমা হিসেবে পাঠানের আয় ভারতের মাটিতেই ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত