Ajker Patrika

হরর কমেডিতে একসঙ্গে রিতেশ-সোনাক্ষী

আপডেট : ১০ জুন ২০২৪, ১২: ৫৫
হরর কমেডিতে একসঙ্গে রিতেশ-সোনাক্ষী

জুটি বাঁধতে চলেছেন রিতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা। মারাঠি পরিচালক আদিত্যের পরবর্তী হিন্দি সিনেমায় একসঙ্গে দেখা যাবে রিতেশ-সোনাক্ষীকে।

অনেক দিন ধরেই মারাঠি সিনেমা পরিচালনা করছেন আদিত্য। এখন হিন্দি সিনেমায়ও ধীরে ধীরে পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। বেশ কিছু চিত্রনাট্য তৈরি।

আদিত্যের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জ্যা’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এই হরর কমেডি সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার। বড় তারকা না থাকার পরও প্রথম দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

রিতেশ-সোনাক্ষীকে নিয়ে যে সিনেমার কাজ শুরু করতে চলেছেন আদিত্য, সেটিও একটি হরর কমেডি ঘরানার। সিনেমাটির শিরোনাম ‘কাকুড়া’। লোকগাথা অবলম্বন সিনেমাটির চিত্রনাট্য তৈরি করছেন চিরাগ গর্গ ও অবিনাশ দ্বিবেদী। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি স্ক্রুওয়ালা।

সিনেমার সেট থেকে টিম ‘কাকুড়া’। ছবি: সংগৃহীতশোনা যাচ্ছে, কোনো গ্রামের প্রেক্ষাপটেই তৈরি হবে এই হরর-কমেডি ঘরানার সিনেমাটি। এর আগেও আদিত্যর সঙ্গে মারাঠি সিনেমা ‘মৌলি’তে কাজ করেছেন রিতেশ।

‘কাকুড়া’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। পূজার আগেই মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফরমে। তবে কোন প্ল্যাটফরমে আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

শাহজালালের কার্গো ভিলেজে কী ধরনের পণ্য থাকে

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

এখনো যথেষ্ট আগুন রয়েছে, তবে নিয়ন্ত্রণে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত