বিনোদন ডেস্ক
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৩ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...
৩ ঘণ্টা আগেরোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা...
৩ ঘণ্টা আগে