Ajker Patrika

বাংলাদেশে প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখের ‘পাঠান’

আপডেট : ০৪ মে ২০২৩, ১৬: ৫৯
বাংলাদেশে প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখের ‘পাঠান’

নানা জটিলতার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সেন্সর পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। এর ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনের আর কোনো বাধা থাকল না।

অনন্য মামুন বলেন, ‘আজ সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘‘পাঠান’’ মুক্তি পাচ্ছে।’

আগামীকাল ৫ মে এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনেমাটির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে ১২মে নির্ধারণ করা হয়।

শুধু বলিউড থেকেই পাঠানের আয় ৫১০ কোটি রুপির বেশিএ বিষয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা সবাই জানি, এবার ঈদে সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। সে জায়গা থেকে হলের সংখ্যা একেবারেই কম। আটটি সিনেমার জন্য একেবারেই অপ্রতুল। এর মাঝে সিনেমাগুলো দর্শকের মাঝে সাড়া ফেলেছে। এমন অবস্থায় পাঠান সিনেমাটি দুই সপ্তাহ পেছানোর জন্য আট সিনেমার পরিচালক-প্রযোজকেরা একটি সংবাদ সম্মেলন করেছে। এর থেকে বেশি ভালো হতে যদি তারা আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করত। কারণ, যারা পাঠান সিনেমাটি আমদানি করছে, তারাও আমাদের সিনেমার মানুষ। তাদের পক্ষ থেকে সাইফ চন্দন সংগঠনের কাছেও একটি লিখিত আবেদনপত্র পাঠিয়েছে। সম্মিলিত চলচ্চিত্র পরিষদের মিটিংয়ে সে চিঠি আমলে নিয়ে এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশীয় সিনেমাকে প্রাধান্য দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’সম্মিলিত চলচ্চিত্র পরিষদের এই সিদ্ধান্ত মেনে নেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন। সম্মিলিত পরিষদের সিদ্ধান্তকে সম্মান করেই সিনেমাটির মুক্তি এক সপ্তাহ পিছিয়েছে বলে তিনি গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছিলেন ‘চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতেই উপমহাদেশীয় সিনেমা আমদানি করার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। তারা সিদ্ধান্ত নিয়েছে পাঠান এক সপ্তাহ পর মুক্তি পাবে। সম্মিলিত পরিষদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমরা সবাই দেশের সিনেমার শুভাকাঙ্ক্ষী। দেশের সিনেমার মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের প্রেক্ষাগৃহে ১২ মে মুক্তি দেওয়া হবে পাঠান।’

শুধু বলিউড থেকেই পাঠানের আয় ৫১০ কোটি রুপির বেশিঅনেক বছর ধরে দেশে হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল। তবে অনন্য মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ফের বিষয়টি নিয়ে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সংগঠন, তথ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। সবশেষে গত ১১ এপ্রিল সরকার ঘোষণা দেয়, আগামী দুই বছরে উপমহাদেশের ২০টি ছবি আমদানি করা যাবে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো আমদানি করা ছবি ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না।

চার বছর পর চলতি বছর পাঠান দিয়ে প্রত্যাবর্তন করেন বলিউড বাদশা শাহরুখ খান। ফিরেই বলিউডের সব রেকর্ড নিজের করে নেন শাহরুখ। শুধু বলিউড থেকেই সিনেমাটি আয় করে ৫১০ কোটি রুপির বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত