সকাল সকাল সবাইকে খুশির খবর দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল মা-বাবা হতে চলেছেন তাঁরা। এবার সে জল্পনায় সিলমোহর দিয়ে সবার সঙ্গে খুশির সংবাদটি ভাগ করে নিলেন বলিউডের জনপ্রিয় এ দম্পতি।
আজ বৃহস্পতিবার দীপিকা-রণবীর একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়, সেপ্টেম্বর ২০২৪।’
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা। আয়ুষ্মান খুরানা, সুনাম কাপুর, শেহনাজ গিল থেকে একাধিক তারকা ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘ও বাবা। এ তো দারুণ খুশির খবর। তোমাদের আমরা বেশ খুশি।’ রাকুল প্রীত সিং লিখেছেন, ‘দারুণ খুশির সংবাদ।’
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, অভিনেত্রী এখন দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন বলে শোনা যাচ্ছে। বাফটা অ্যাওয়ার্ডের রেড কার্পেট থেকেও গুঞ্জন ছড়ায় দীপিকা গর্ভবতী। সেদিন তাঁকে গাউনের পরিবর্তে সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে দেখা যায়। ছবি তোলার সময়েও অভিনেত্রীকে মিডরিফ হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বাবা-মা হওয়ার জন্য রণবীর ও তিনি প্রস্তুত। তাঁরা বাচ্চা পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি, অর্থ পাওয়ার পরও বাড়ির লোকের কাছে আমি সেই আগের মতোই আছি। তারা আমাকে এখনো সেই ছোট মেয়ের মতোই ট্রিট করেন। আমারও সেটা ভালো লাগে। আমি আর রণবীর দু’জনেই আমাদের সন্তানকে সেই মূল্যবোধে বড় করতে চাই।’ তখন থেকেই জল্পনা ছিল সন্তানের বিষয়ে ভাবছেন তারকা দম্পতি।
উল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।
সকাল সকাল সবাইকে খুশির খবর দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল মা-বাবা হতে চলেছেন তাঁরা। এবার সে জল্পনায় সিলমোহর দিয়ে সবার সঙ্গে খুশির সংবাদটি ভাগ করে নিলেন বলিউডের জনপ্রিয় এ দম্পতি।
আজ বৃহস্পতিবার দীপিকা-রণবীর একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়, সেপ্টেম্বর ২০২৪।’
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা। আয়ুষ্মান খুরানা, সুনাম কাপুর, শেহনাজ গিল থেকে একাধিক তারকা ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘ও বাবা। এ তো দারুণ খুশির খবর। তোমাদের আমরা বেশ খুশি।’ রাকুল প্রীত সিং লিখেছেন, ‘দারুণ খুশির সংবাদ।’
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, অভিনেত্রী এখন দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন বলে শোনা যাচ্ছে। বাফটা অ্যাওয়ার্ডের রেড কার্পেট থেকেও গুঞ্জন ছড়ায় দীপিকা গর্ভবতী। সেদিন তাঁকে গাউনের পরিবর্তে সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে দেখা যায়। ছবি তোলার সময়েও অভিনেত্রীকে মিডরিফ হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বাবা-মা হওয়ার জন্য রণবীর ও তিনি প্রস্তুত। তাঁরা বাচ্চা পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি, অর্থ পাওয়ার পরও বাড়ির লোকের কাছে আমি সেই আগের মতোই আছি। তারা আমাকে এখনো সেই ছোট মেয়ের মতোই ট্রিট করেন। আমারও সেটা ভালো লাগে। আমি আর রণবীর দু’জনেই আমাদের সন্তানকে সেই মূল্যবোধে বড় করতে চাই।’ তখন থেকেই জল্পনা ছিল সন্তানের বিষয়ে ভাবছেন তারকা দম্পতি।
উল্লেখ্য, ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে