মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।
গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।
তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
এই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।
গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।
তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
এই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৩৯ মিনিট আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৪২ মিনিট আগেবলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।
১ ঘণ্টা আগেআশির দশকে আইরিশ পরিচালক ডিয়ারভা ওয়ালশ যখন ক্যারিয়ার শুরু করেন, তখন আয়ারল্যান্ডে কাজের সুযোগ ছিল খুবই কম। সেখানে তখন পরিচালক হতে চাওয়া ছিল কল্পনার মতো। তবে গত কয়েক বছরে চিত্রটা একেবারেই বদলে গেছে।
১ ঘণ্টা আগে